বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন হারিয়ে ফেলেছেন নিজের প্যান কার্ড। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পিটারসেন এই তথ্য প্রকাশ্যে এনেছেন। এই কিংবদন্তি ডানহাতি ব্যাটার তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে এই ব্যাপারে সাহায্যের জন্য আবেদন করেছেন। ৪১ বছর বয়সী পিটারসেন আইপিএলের অফিসিয়াল সম্প্রচারকারী স্টার স্পোর্টসের হয়ে কাজ করছেন। পিটারসেন তাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তার প্যান কার্ড হারিয়ে গেছে এবং ভারতে যাওয়ার আগে তাকে এটি পুনর্নবীকরণ করতে হবে।
ইংল্যান্ডের হয়ে ১০০ টিরও বেশি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার, হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই টুইট করেছেন, “ভারত দয়া করে সাহায্য করুন, আমি আমার প্যান কার্ড হারিয়ে ফেলেছি এবং সোমবার ভারত ভ্রমণ করতে চলেছি। তবে আমার কাজের জন্য কার্ডটা দরকার। কেউ কি দয়া করে আমাকে এমন একজনের কাছে রেফার করতে পারেন যার সাথে আমি আমার সাহায্যের জন্য তাড়াতাড়ি যোগাযোগ করতে পারি?” এরপর তিনি তার পোস্টে প্রধানমন্ত্রী মোদিকে ট্যাগ করেছেন।
भारत कृपया मदद करें⚠️
मैंने अपना पैन कार्ड खो दिया है और सोम यात्रा कर रहा हूं लेकिन काम के लिए भौतिक कार्ड की जरूरत है।
क्या कोई कृपया मुझे किसी ऐसे व्यक्ति के पास भेज सकता है जिससे मैं अपनी सहायता के लिए यथाशीघ्र संपर्क कर सकूं?
cc @narendramodi 🙏🏽
— Kevin Pietersen🦏 (@KP24) February 15, 2022
পিটারসেন আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, ডেকান চার্জার্স, রাইজিং পুনে সুপারজায়েন্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। সম্প্রতি, এই প্রাক্তন ইংরেজ তারকা ব্যাটসম্যান ভারতে গন্ডার শিকার নিষিদ্ধ করায় জন্য প্রধানমন্ত্রী মোদীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছিলেন। প্রজাতন্ত্র দিবসেও প্রধানমন্ত্রীর সাথে তার বাক্য বিনিময় হয়। তার সঙ্গে নরেন্দ্র মোদির সম্পর্ক খুবই ভালো।
In case, however, you don’t remember your PAN details and need to ascertain the PAN for applying for reprint of physical card, please write to us at adg1.systems@incometax.gov.in & jd.systems1.1@incometax.gov.in (2/2)
— Income Tax India (@IncomeTaxIndia) February 15, 2022
পিটারসনের টুইটের জবাবে ভারতের আয়কর বিভাগ লিখেছে, “যদি আপনার কাছে প্যান কার্ডের যাবতীয় তথ্য থাকে, তাহলে আপনি এই জায়গাগুলিতে আবেদন করে আপনার প্যান কার্ড পেতে পারেন।” এরপর আয়কর বিভাগও কিছু লিঙ্ক শেয়ার করে লিখেছে, “আপনি যদি প্যান কার্ড সম্পর্কে তথ্য ভুলে গিয়ে থাকেন এবং ফিজিক্যাল কার্ডের জন্য প্যান অ্যাক্সেস করতে চান, তাহলে আপনি নিম্নলিখিত ই-মেইলেও আমাদের লিখতে পারেন।” এরপর পিটারসেন তাদের ধন্যবাদ জানিয়েছেন।