বাংলা হান্ট ডেস্কঃ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাতের মধ্যেই এল স্বস্তির খবর। আন্তর্জাতিক মিডিয়া অনুযায়ী, রাশিয়া ক্রিমিয়ায় তাদের সামরিক মহড়া শেষ করার ঘোষণা করেছে। এরপর সেখান থেকে সেনারাও ফিরে যাচ্ছে বলে জানা গিয়েছে। এটি ইউক্রেনের জন্য স্বস্তির লক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, এক দিন আগে মঙ্গলবার পুতিন যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন।
বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ক্রিমিয়া থেকে সেনাবাহিনী ফেরত আসছে। সেই ভিডিওতে ট্যাঙ্ক ও সামরিক যানের ক্রিমিয়া ছেড়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। একইসঙ্গে সৈন্যরাও তাদের স্থায়ী জায়গায় ফিরে যাবে বলেও জানানো হয়েছে।
রাশিয়া ইউক্রেনকে ঘেরাও করার জন্য একটি দুর্দান্ত কৌশল তৈরি করেছিল। এর মধ্যে ক্রিমিয়াও ছিল। মেক্সার টেকনোলজি ৪৮ ঘণ্টা আগে স্যাটেলাইট ছবি শেয়ার করেছে। সেখানে বেলারুশ, ক্রিমিয়া এবং পশ্চিম রাশিয়ায় সেনাবাহিনীর কৌশল স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। ছবিতে আরও বেশ কয়েকটি ব্যাটালিয়ন, হেলিকপ্টার এবং বোমারু বিমান স্পষ্ট দেখা যায়। তাদের সামনের সারিতে মোতায়েন করা হয়েছিল। যেসব এলাকায় রাশিয়া তার সামরিক মোতায়েন বাড়িয়েছিল, সেগুলো বেশিরভাগই ইউক্রেনের উত্তর ও উত্তর-পূর্বে অবস্থিত। এর মধ্যে ইউক্রেন এবং ক্রিমিয়ার দক্ষিণ-পূর্বে একটি বড় বিমানঘাঁটিও অন্তর্ভুক্ত করেছে। সেটি ২০১৪ সালে রাশিয়ারই দখলে ছিল।
উল্লেখ্য, পুতিন মঙ্গলবার বলেছিলেন যে, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার ধারণা পরিবর্তন করছে এবং সেনারাও তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাচ্ছে। তবে পুতিনের দাবি মানতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছিলেন যে, ইউক্রেনের সীমান্তের কাছে এখনও দেড় লক্ষেরও বেশি রুশ সেনা মোতায়েন রয়েছে। তিনি রাশিয়া থেকে সেনা প্রত্যাহারের প্রমাণ চেয়েছিলেন, তারপরই রাশিয়া এই ভিডিওটি প্রকাশ করেছে।