বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে কলকাতায় শুরু হতে যাচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। ভারতীয় দল, তরুণ প্রতিভায় ভরপুর হয়ে আট মাস পরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে চলেছে। তার জন্য প্রয়োজনীয় প্রথম একাদশ নির্বাচনের কাজ আজ থেকেই শুরু হচ্ছে।
গত বছরের অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাশাহিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত শিরোপা জয়ের শক্তিশালী দাবিদার ছিল বলে দাবি করা হয়েছিল। কিন্তু সেবার ভারতীয় দলটি লিগ পর্বতেই বিধ্বস্ত হয়। দল গঠনে বেশকিছু ত্রুটি ছিল বলে অভিযোগ উঠেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই হতশ্রী পারফরম্যান্সের দরুন অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ফাইনাল টুর্নামেন্ট জেতার স্বপ্নকেও চিরতরে ভেঙে দেয়।
অস্ট্রেলিয়ায় ১৬ অক্টোবর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত অনেক ম্যাচ খেলবে। সেই ম্যাচগুলি খেলে ভারত একটি শক্তিশালী দল তৈরি করে নিতে চাইবে। রোহিত শর্মার নেতৃত্বে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার রোহিতের নেতৃত্বে, টিম ইন্ডিয়া এখন ওপেনিং জুটি, মিডল অর্ডার ব্যাটিং এবং বোলিং নিয়ে একটি কৌশল তৈরি করতে চাইবে।
আজ ভারতের প্রথম একাদশ অনেকটা এমন হতে পারে:
রোহিত শর্মা (অধিনায়ক),
ঈশান কিষাণ/ঋতুরাজ গায়কোয়াড়,
বিরাট কোহলি,
সূর্যকুমার যাদব,
রিশভ পন্ত,
শ্রেয়াস আইয়ার/দীপক হুডা/ভেঙ্কটেশ আইয়ার,
শার্দুল ঠাকুর,
দীপক চাহার,
রবি বিশ্নই/ যুজবেন্দ্র চাহাল,
মহম্মদ সিরাজ/হর্ষল প্যাটেল,
কুলদীপ যাদব