অধিনায়ক রোহিতের ভরসার মান রাখলেন এই তরুণ স্পিনার, অভিষেক ম্যাচেই তুলে নিলেন দুটি উইকেট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: স্থায়ী টি টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত হওয়ার পর রোহিত শর্মা আজ দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে মাঠে নেমেছিলেন। অধিনায়ক হিসেবে এর আগের নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ৩-০ ফলে দুরন্ত জয় পেয়েছিল রোহিতের ভারতীয় দল। তখনই রোহিত পরিস্কার করে দিয়েছিলেন যে ভবিষ্যতে ভারতীয় দলে তরুণদের প্রাধান্য দেওয়া হবে।

এই ম্যাচেও তরুণ লেগ স্পিনার রবি বিশ্নই-কে সুযোগ দিয়েছেন রোহিত। প্রতিভাবান এই তরুণ ক্রিকেটার অনুর্ধ ১৯ বিশ্বকাপে এবং আইপিএলে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। এইবার তাকে ভরসা করে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ করে দিয়েছেন রোহিত শর্মা।

bishnoi

আর অভিষেক ম্যাচে তার ওপর করা ভরসার মান রেখেছেন রবি। দুরন্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ টি উইকেট তুলেছেন তিনি। রস্টন চেজ এবং রভম্যান পাওলের উইকেট তুলেছেন তিনি। দুটি উইকেটই গুগলিতে পেয়েছেন রবি। দু ক্ষেত্রেই তার হাত থেকে বলের গতিবিধি পড়তে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা।

বিশ্নইয়ের দুরন্ত বোলিংয়ের দৌলতে ভারতীয় দল ক্যারিবিয়ানদের মাত্র ১৫৭ রানে আটকে দিয়েছে। দুটি উইকেট পেয়েছেন হর্ষল প্যাটেলও। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার, দীপক চাহার এবং যুজবেন্দ্র চাহালের।

Reetabrata Deb

সম্পর্কিত খবর