মোটর ভেহিক্যাল অ্যাক্ট এ বড়সড় রদবদল, না মানলেই দিতে হবে মোটা টাকার জরিমানা

বাংলাহান্ট ডেস্ক : বাড়ির বাচ্চাদের নিয়ে প্রায়ই ঘুরতে বেরিয়ে পড়েন মোটর বাইকে? সাবধান। শিশুদের নিয়ে মোটর বাইক চালানোর ক্ষেত্রে নতুন নিয়ম জারি করল সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক। এই নিয়ম না মেনে চললে মোটা অঙ্কের জরিমানা এবং শাস্তির মুখে পড়তে হতে পারে আপনাকে।

শিশুদের নিয়ে মোটর বাইক চালানোর ক্ষেত্রে নতুন নিরাপত্তা নিয়ম গুলি কী কী তা জেনে নিন : 
১.নতুন নিয়ম অনুয়ায়ী অবশ্যই হেলমেট এবং সেফটি হার্নেস পরাতে হবে শিশুদের।
২.শিশুদের নিয়ে মোটর বাইক বা দু চাকার যানবাহন চালানোর সময় গতির সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা।
৩.সেফটি হার্নেস চালক এবং শিশু উভয়কেই পরতে হবে এটি নিশ্চিত করার জন্য যাতে শিশুটি চালকের সঙ্গে সংযুক্ত থাকে এবং কোনোভাবেই চলন্ত গাড়ি থেকে পড়ে না যায়।
৪.সেফটি হার্নেস গুলিকে শক্তপোক্ত এবং হালকা ওজনের হতে হবে। সেগুলির ধারণ ক্ষমতা হতে হবে ৩০ কেজি পর্যন্ত।
৫. ৯ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের জন্য কার্যকরী হবে এই নিয়মগুলি।

riding without helmet road safety 1

 

যাঁরা শিশুদের বাইকে বসিয়ে যাতায়াত করেন সেই সব ক্ষেত্রে সুরক্ষার কথা ভেবেই এই নতুন বিধি চালু করতে চলেছে কেন্দ্র। কেন্দ্রের এই নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাইক চড়তে গেলে শিশুদের পরতেই হবে সেফটি হার্নেস। এই সেফটি হার্নেস হল এক ধরণের জ্যাকেট জাতীয় জিনিস, যা শিশুটিকে স্ট্র‍্যাপের মাধ্যমে পরানো হবে। এই স্ট্র‍্যাপগুলি শিশুটিকে পিছনে বসে থাকা অবস্থায় চালকের সঙ্গে আটকে থাকতে সাহায্য করে।

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের বেঁধে দেওয়া মানদণ্ড অনুযায়ী, হার্নেসগুলিকে টেকসই, হালকা ওজনের, জলবিরোধী এবং আরামদায়ক হতে হবে। ভারী নাইলন বা মাল্টি ফিলামেন্ট নাইলন উপাদান দিয়ে তৈরি হতে হবে হার্নেস।এদিন এই বিজ্ঞপ্তি জারি করা হলেও এখনই চালু হচ্ছে না এই নিয়ম। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে দেশে কার্যকর হবে এই নতুন নিয়ম।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর