‘পিসি ভাইপো প্রাইভেট লিমিটেডে শুধু CEO-ই থাকবে’, মমতাকে বিঁধে তোপ অর্জুন সিংয়ের

বাংলাহান্ট ডেস্ক : পুরভোটকে কেন্দ্র করে রাজ্যে তুঙ্গে উঠেছে তৃণমূল -বিজপি তরজা। এবার বহরমপুরে পুরভোটের প্রচারে গিয়ে তৃণমূলকে একহাত নিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। কিছুদিনের মধ্যেই তৃণমূলে শুধু সিইও(CEO) ছাড়া আর কেউ থাকবে না একথা বলেই তোপ দেগেছেন তিনি।

সম্প্রতি পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিস্তর জলঘোলা হয়েছে তৃণমূলের অন্দরে। বিলুপ্ত করা হয়েছে দলের সভাপতি ছাড়া সমস্ত পদ।এদিন এই কোন্দলকেই হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান তিনি। অর্জুন সিং বলেন, ‘ ৬ মাস পর পিসি ভাইপো প্রাইভেট লিমিটেডে শুধু সিইও থাকবে আর কেউ থাকবে না। ১০ মার্চের পর থেকে ঠিক ৬ মাসের মধ্যে তৃণমূলে কোনো নেতা নেত্রী থাকবে না।’ তিনি বিজেপি সমর্থকদের উদ্দ্যেশ্যে আরও বলেন,’কেউ ভয়ে ভোট দিতে যাচ্ছে না। কিন্তু তাবলে ভোটটা ভাগ হতে দেবেন না। আগামী ১০ মার্চের পর গণতান্ত্রিক বিস্ফোরণ ঘটবে রাজ্যে।’

পুরভোটের আগে হওয়া কোন্দলে রাশ টানতে একাধিক নেতা নেত্রীকে বহিষ্কার করেছে ঘাসফুল শিবির। নিজে থেকে দল ছেড়েছেন বহু নেতা। এর জেরে নদীয়া,পুরুলিয়ার পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় বড়সড় প্রভাব পড়বে বলেই দাবি করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। একই সঙ্গে তৃণমূলের পদ অবলুপ্তির তীব্র সমালোচনা করে ‘পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড ‘ বলে কটাক্ষও করেন তিনি। ১০ মার্চ দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতে চলেছে। অর্জুন সিংয়ের দাবি প্রতিটি রাজ্যেই জয়ী হবে বিজেপি। যার জেরে চাপ বাড়তে চলেছে তৃণমূলের উপর। সেই কারণেই ১০ মার্চ তারিখটিকে বিশেষভাবে গুরুত্ব দিতে দেখা যায় তাঁকে।

পুরভোটের আগেই ভাঙন ধরেছে গেরুয়া শিবিরেই। একের পর এক বিতর্ক এবং ঝামেলায় নাজেহাল রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলে দলে দলত্যাগী হচ্ছেন নেতারা৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও তুঙ্গে বিতর্ক। চারটি পুরনিগমের ভোটে কার্যতই গোহারা হেরেছে বিজেপি। সবুজ ঝড়ে পুরসভা থেকে মুছে যেতে চলেছে গেরুয়া রং। এহেন অবস্থায় দাঁড়িয়ে অর্জুন সিংয়ের এহেন কটাক্ষকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ভাবতে নারাজ রাজনৈতিক বিশ্লেষক মহল। তাঁদের একাংশের দাবি পুরভোটের প্রাক্কালে দলের এই ভাঙন মেনে নিতে পারছেন না অর্জুন সিং। যার জেরেই কটাক্ষের পথে হাঁটছেন তিনি।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর