স্ত্রী’র ভবিষ্যৎ সুরক্ষিত করতে আজই খুলুন এই অ্যাকাউন্ট! প্রতি মাসেই মিলবে ৪৫ হাজার টাকা

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকে বিনিয়োগকারীই চান এমন এক জায়গায় বিনিয়োগ করতে যা সম্পূর্ণ ঝুঁকিহীন এবং রিটার্নও ভালো। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন একটি স্কিম সম্পর্কে আলোচনা করবো যার দ্বারা আপনি আপনার স্ত্রী’র জন্য নিয়মিত আয়ের ব্যবস্থা করতে পারেন।

এই স্কিমের সাহায্যে আপনার অনুপস্থিতিতেও বাড়িতে নিয়মিত আয় থাকে এবং ভবিষ্যতে আপনার স্ত্রীকে টাকার জন্য কারোর উপর নির্ভরশীলও হতে হবেনা। তবে, এর জন্য আপনাকে NPS (National Pension System)-এ বিনিয়োগ করতে হবে।

খুব সহজেই স্ত্রী’র নামে NPS অ্যাকাউন্ট খুলতে পারেন বিনিয়োগকারীরা। NPS অ্যাকাউন্টে বিনিয়োগের ফলে ৬০ বছর বয়সে পৌঁছানোর পরই নিয়মিত ভাবে রিটার্ন আসবে টাকা। এর পাশাপাশি, প্রতি মাসে পেনশন আকারে নিয়মিত আয়ও হতে থাকবে বিনিয়োগকারীর স্ত্রী’র।

শুধু তাই নয়, NPS অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার স্ত্রী প্রতি মাসে কত পেনশন পাবেন তাও নির্ধারণ করতে পারেন সহজে। যার ফলে স্বাভাবিকভাবেই আপনার স্ত্রী ৬০ বছর বয়সের পর অর্থের জন্য কারও উপর নির্ভরশীল হবেন না। পাশাপাশি, তাঁর ভবিষ্যতও সুরক্ষিত থাকবে।

এই স্কিমের সুবিধা উপলব্ধের জন্য NPS অ্যাকাউন্টে আপনার সুবিধা অনুযায়ী প্রতি মাসে বা বছরে টাকা জমা করতে পারেন। পাশাপাশি, আপনি মাত্র ১০০০ টাকা দিয়েই আপনার স্ত্রী’র নামে একটি NPS অ্যাকাউন্ট খুলতে পারেন। NPS অ্যাকাউন্টে বিনিয়োগের পর তা ৬০ বছর বয়সে ম্যাচুরিটি হয়।

তবে, নতুন নিয়মে অনুযায়ী, আপনি চাইলে স্ত্রীর বয়স ৬৫ বছর না হওয়া পর্যন্তও NPS অ্যাকাউন্ট চালাতে পারবেন। ধরে নিন, এখন যদি আপনার স্ত্রীর বয়স ৩০ বছর হয় এবং আপনি তার NPS অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০০ টাকা করে বিনিয়োগ করেন পাশাপাশি, যদি তিনি বার্ষিক বিনিয়োগে ১০ শতাংশ হারে সুদ পান, তাহলে ৬০ বছর বয়সে ওই অ্যাকাউন্টে মোট ১.১২ কোটি টাকা থাকবে।

এর মধ্যে প্রায় ৪৫ লক্ষ টাকা ফেরতও পেয়ে যাবেন তিনি। এছাড়াও, বিনিয়োগকারীর স্ত্রী প্রতি মাসে প্রায় ৪৫,০০০ টাকা পেনশন পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আজীবন এই পেনশন পেতে থাকবেন তিনি।

MONEY NEWS 1 4
সোজা হিসেব অনুযায়ী, ৩০ বছর বয়স থেকে মাসিক ৫০০০ টাকা বিনিয়োগ শুরু করলে ৬০ বছর বয়সে ১০% সুদে মোট পরিমান দাঁড়াবে প্রায় ১,১১,৯৮,৪৭১ টাকা। এদিকে, অ্যানুইটি প্ল্যান কেনার পরিমাণ হল ৪৪,৭৯,৩৮৮ টাকা। সেখানে আনুমানিক বার্ষিক সুদের হার ৮% হলে তা দাঁড়াবে ৬৭,১৯,০৮৩ টাকায়। অর্থাৎ, মাসিক পেনশনের পরিমান হবে ৪৪,৭৯৩ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, NPS হল কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা প্রকল্প। আপনি এই স্কিমে যে অর্থ বিনিয়োগ করেন তা একজন পেশাদার ফান্ড ম্যানেজার দ্বারা পরিচালিত হয়। কেন্দ্রীয় সরকার সরাসরি এই পেশাদার ফান্ড ম্যানেজারদের এর দায়িত্ব দেয়। এমতাবস্থায়, NPS-এ আপনার বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ বলে বিবেচিত হয় এবং এতে বিনিয়োগকারীর সংখ্যাও ক্রমশ ঊর্ধ্বমুখী।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর