SBI গ্রাহকদের জন্য বিরাট সুযোগ! মাত্র ৩৪২ টাকা দিয়েই পেয়ে যান ৪ লক্ষ টাকা

বাংলা হান্ট ডেস্ক: করোনা আবহের পরে সাধারণ মানুষ বিমা সম্পর্কে আগের থেকে আরও সতর্ক হয়েছেন। এমতাবস্থায়, সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছনোর জন্য সরকারও কম টাকায় বিমার সুবিধা দিচ্ছে। বর্তমানে সরকারের দু’টি দুর্দান্ত জনপ্রিয় প্রকল্প হল “প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা” (PMSBY) এবং “প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা” (PMJJBY)।

এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকেরা ৪ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিমা কভার পাবেন। সবচেয়ে বড় কথা হল এর জন্য গ্রাহকদের মাত্র ৩৪২ টাকা খরচ করতে হবে। ইতিমধ্যেই দেশের অন্যতম বৃহৎ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই দু’টি দুর্দান্ত প্রকল্প সম্পর্কে তথ্য দিয়েছে।

SBI তার টুইটের মাধ্যমে জানিয়েছে যে “আপনার প্রয়োজন অনুযায়ী বিমা করুন এবং একটি উদ্বেগমুক্ত জীবনযাপন করুন।” প্রিমিয়ামগুলির ক্ষেত্রে স্বয়ংক্রিয় ডেবিট সুবিধার মাধ্যমে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা কেটে নেওয়া হবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, শুধুমাত্র সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই এই স্কিমে যোগদান করতে পারবেন ইচ্ছুকরা।

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা:
এই প্রকল্পের অধীনে, যদি বিনিয়োগকারী ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যান, অথবা সম্পূর্ণরূপে বিকলাঙ্গ হয়ে পড়েন সেক্ষেত্রে ২ লক্ষ টাকা পাওয়া যাবে। অপরদিকে, যদি বিনিয়োগকারী ব্যক্তি আংশিকভাবে অক্ষম হন, তাহলে তিনি ১ লক্ষ টাকা পাবেন। ১৮ থেকে ৭০ বছর বয়সী যে কোনো নাগরিকই এই স্কিমের সুবিধা নিতে পারেন। এই পরিকল্পনার বার্ষিক প্রিমিয়ামও মাত্র ১২ টাকা।

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা:
এই স্কিমের অধীনে, বিনিয়োগকারী ব্যক্তির মৃত্যুতে, তাঁর মনোনীত ব্যক্তি ২ লক্ষ টাকা পান। ১৮ থেকে ৫০ বছরের মধ্যে যে কোনও ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তবে, এই প্রকল্পের জন্য শুধুমাত্র বার্ষিক ৩৩০ টাকার প্রিমিয়াম দিতে হবে।

974773 sbi news

জানা গিয়েছে যে, এই দুটি প্রকল্প টার্ম ইনস্যুরেন্স পলিসির মধ্যে পড়ে। বিমাগুলি এক বছরের জন্য। পাশাপাশি, এগুলির কভার ১ লা জুন থেকে ৩১ শে মে পর্যন্ত। এছাড়াও, এর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।

পাশাপাশি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কারণে বা অ্যাকাউন্টে ব্যালেন্স অবশিষ্ট না থাকার কারণে প্রিমিয়াম দিতে না পারলে ইনস্যুরেন্স বাতিলও হতে পারে। তাই বীমা নেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করে নিতে ভুলবেন না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর