টলিউডে স্বজনপোষন আছে কী নেই? প্রকাশ‍্য ঝামেলায় জড়ালেন শ্রীলেখা-কনীনিকা

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ার বিবাদ আবারো প্রকাশ‍্যে। দুজনে দুই অভিনেত্রীর ‘ক‍্যাটফাইট’। টলিউডের (Tollywood) স্বজনপোষনকে নিয়ে মন কষাকষি শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) ও কনীনিকা বন্দ‍্যোপাধ‍্যায়ের (Koneenica Banerjee)। সম্প্রতি নাম না করে ইন্ডাস্ট্রির কয়েকজন ক্ষমতাশালী পরিচালক প্রযোজকের দিকে আঙুল তুলেছিলেন ‘আয় তবে সহচরী’র নায়িকা। অন‍্যদিকে অনেকদিন ধরেই টলিউডের স্বজনপোষনের বিরুদ্ধে গলা চড়িয়ে আসছেন শ্রীলেখা।

এবার শ্রীলেখার দাবি, তিনি যখন টলিউডের মুখোশ খুলে দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তখন ‘সম্ভবত’ কনীনিকা তাঁর পাশে দাঁড়াননি। বরং বিপক্ষেই কথা বলেছেন। অথচ তিনি নিজেই এখন স্বজনপোষন নিয়ে অভিযোগ তুলছেন। বিষয়টা স্পষ্ট করেই বলা যাক।

sreelekha 1592657232 1
আসলে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে কনীনিকা দাবি করেন, ইন্ডাস্ট্রির কিছু ক্ষমতাশালী পরিচালক প্রযোজকের সঙ্গে রীতিমতো ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। যদিও বিষয়টা নিয়ে নতুন করে কোনো মন্তব‍্য করতে চাননি অভিনেত্রী। এরপরেই শ্রীলেখা পালটা অভিযোগ তোলেন কনীনিকার বিরুদ্ধে।

শ্রীলেখা দাবি করেন, তিনি যখন স্বজনপোষনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তখন কনীনিকা সম্ভবত তাঁর বিরুদ্ধে কথা বলেছিলেন। উপরন্তু তিনি দাবি করেছিলেন যে টলিউডে কোনো স্বজনপোষন নেই। অথচ এখন তিনি অন‍্য রকম কথা বলছেন।

এ বিষয়ে কনীনিকার কী বক্তব‍্য? তিনি বলেন, শ্রীলেখা নিজেও নিশ্চিত নন যে কনীনিকা তাঁর বিপক্ষে ছিলেন। তাই তিনি ‘সম্ভবত’ বলেছেন। অভিনেত্রীর বক্তব‍্য, তিনি না শ্রীলেখার বিরুদ্ধে আর না এই প্রসঙ্গে কোনো মন্তব‍্য করেছেন। শুধু টলিউড নয়, নেপোটিজম বা স্বজনপোষন সর্বত্রই রয়েছে বলে মনে করেন কনীনিকা।

1606411739 5fbfe5dbba1b9 koneenica banerjee
তবে তিনি স্পষ্ট বলেন, “শ্রীলেখাদি যথেষ্ট ভাল এবং প্রতিভাবান একজন অভিনেত্রী। টলিউডে স্বজনপোষন বা অন‍্য কোনো কারণেও যদি তিনি কোনো এক আধটা কাজ হারিয়ে থাকেন তাহলেও তাঁর খুব একটা ক্ষতি হবে না। অভিনয় দক্ষতার জন‍্যই দর্শক মনে রাখবে তাঁকে। উনি এখনো কাজ করছেন আর পরেও করবেন।”

উল্লেখ‍্য, বছর দুয়েক আগে বলিউড যখন নেপোটিজমের অভিযোগে উত্তাল, তখন টলিউডেও স্বজনপোষনের অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন শ্রীলেখা। শুধু তাই নয়, প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির বিরুদ্ধেও বিষ্ফোরক অভিযোগ এনেছিলেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর