দুটো গান লিখে দাও না, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন বাপ্পি দা! জানালেন দিদি

বাংলাহান্ট ডেস্ক : বাপ্পি লাহিড়ী গান লিখে দেওয়ার জন্য অনুরোধ করতেন তাঁকে, সেই মতন একটি গানও লিখে দিয়েছিলেন তিনি, গতকাল একটি ভাষা দিবসের অনুষ্ঠানে প্রয়াত শিল্পীকে স্মরণ করে এমনটিই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার দেশপ্রিয় পার্কে একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সঙ্গীতজগতের প্রয়াত প্রবাদ প্রতিম শিল্পীদের স্মৃতিচারণ করতে দেখা যায় তাঁকে। বিশেষ করে তিনি উল্লেখ করেন বাপ্পি লাহিড়ীর নাম।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাপ্পি লাহিড়ী অনেক ছাত্র যুবদের মন কেড়েছিলেন। যে গানগুলি আজকালকার ছেলে মেয়েরা পছন্দ করে। তাছাড়াও মঙ্গলদীপ জ্বেলে গানটাও গেয়েছিলেন বাপ্পিদা।’ তাঁকে এদিন আরও বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে দেখা হলেই বাপ্পিদা বলতেন মমতা তুমি দুটো গান লিখে দাও না, আমি গাইব। আমি একটা গান দিয়েও ছিলাম। হয়ত সময় করে উঠতে পারেননি। সন্ধ্যাদিও আমায় খুব স্নেহ করতেন।’

একই সঙ্গে বাংলা ভাষা এবং বাংলা গান নিয়েও গর্ব প্রকাশ করতে দেখা যায় তাঁকে। মমতা বলেন, ‘আপনারা কি ভাবেন ইংরাজি গান জানি না! হিন্দি গান মুখস্ত নেই! সব জানি। তা সত্ত্বেও বাংলা গান ভালোবাসি। লোকগীতি, রবীন্দ্র সঙ্গীত বা দ্বিজেন গীতি, আবার হান্ড্রেড মাইলসও ভালোবাসি।’

এদিন নতুন প্রজন্মকে বাংলার ভাষা শেখানোর জন্য বাবা মায়েদের আবেদন করে তাঁকে বলতে শোনা যায়, ‘সব ভাষাকে অভিনন্দন জানাবো। সারা পৃথিবীর ভাষা সমৃদ্ধ হোক। ভাষার অবলুপ্তি না হয়ে যায়। আমি সব ভাষাকে ভালোবাসি। তবে যে ভাষায় মা বলতে শিখেছি সেটাকে তো জানতে হবে। আমি লক্ষ্য করে দেখছি, আমরা নিজেরাই বাংলা ভাষা শেখার জন্য বাচ্চাদের উৎসাহ দিই না। ইংরাজি জানতে হবে কিন্তু বাংলাও জানা দরকার।’ বাংলা ভাষা নিয়ে নিজের লেখা একটি কবিতাও পাঠ করতে দেখা যায় তাঁকে।

ভাষা দিবস উদযাপনের মঞ্চ থেকে বামেদের আক্রমণ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন ভাষা দিবস উদযাপনের জন্য কিছুই করত না বাম সরকার। ‘সব ভাষা রয়েছে আমার উত্তরীয়তে। একুশ নিয়ে দু-তিনটে কবিতা আছে। একটা ২১ জুলাই একুশ বছর পার হওয়ার পর লিখেছি। তখন রাজ্য সরকার ভাষা দিবস পালন করত না। আমি সাংসদ তহবিলের টাকা দিয়ে ভাষা দিবসের স্মরণে মূর্তি তৈরি করেছিলাম। আমদের সরকার ক্ষমতায় আসার পর একুশে পার্ক তৈরি করেছে।’

প্রসঙ্গত, প্রবাদপ্রতিম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তাঁকে নিয়েও স্মৃতিচারণা করেছিলেন তিনি। গায়িকার সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা স্মরণ করে তিনি বলেছিলেন, ‘ছেলেমানুষের মতন ছিলেন সন্ধ্যাদি। আমায় যখনই ফোন করতেন বলতেন একটা গান শোনাই না মমতা। বলতাম দিদি আপনি গানের দিশারি। আমি আপনার সামনে কখনও গাইতে পারি? তাও তিনি ছাড়তেন না। সেই জন্য ফোনেই গান শোনাতে হত।’
উল্লেখ্য, সম্প্রতি দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তাই এবার থেকে দুর্গাপুজোর শুরুতেও র‍্যালি করার কথা এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর