ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধের আতঙ্কের মধ্যেই সিরিয়াতে হামলা চালাল ইসরায়েল! ধ্বংস সেনা ঘাঁটি

বাংলাহান্ট ডেস্ক : এখনও পুরোপুরি নেভেনি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির আগুন। এরই মধ্যে সিরিয়ায় ক্ষেপনাস্ত্র হামলা করল ইসরায়েল। একের পর এক ইসরায়েলি হামলায় সেনাঘাঁটি গুলি ধ্বংস হলেও কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। এই হামলায় ঠিক কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে সিরিয়ায় তা অবশ্য আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি সরকারের তরফে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার এক সামরিক কর্তা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান হাইটস এলাকা থেকেই ক্ষেপণাস্ত্রগুলি ছোঁড়া হয়। হামলা চলে পার্শ্ববর্তী কুনেত্রা শহরের আশেপাশেও। এই হামলায় সেনা ঘাঁটি গুলি ধ্বংস হলেও কেউ মারা যায়নি বলেই খবর। যদিও ব্যাপারটি নিয়ে এখনও কোনো মন্তব্যই করেনি ইসরায়েল। গৃহযুদ্ধের সময় সিরিয়ায় এরকম শত শত হামলা চালালেও তার অধিকাংশের কথাই অবশ্য স্বীকার করেনি ইসরায়েল সরকার।

প্রসঙ্গত সপ্তাহ কয়েক আগেও সিরিয়ায় হামলা চালিয়েছিল ইসরায়েল। সেবার সিরিয়ার রাজধানী দামাস্কাসের কাছে অবস্থিত জাকিয়া শহরকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। অধিকৃত গোলান মালভূমি থেকে এই হামলা চালিয়েছিল ইসরায়েল। এক সপ্তাহের মধ্যেই সিরিয়ার উপর দুবার আক্রমণ চালায় তারা। সেই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি।

উল্লেখ্য, ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে গোলান মালভূমি দখল করে ইসরায়েল। বিশ্বের বেশিরভাগ দেশ এটিকে স্বীকৃতি না দিলেও গোলানকে ইসরায়েলের অংশ বলে ঘোষণা করে ট্রাম্পের মার্কিন প্রশাসন। ২০১১ সাল থেকেই লাগাতার উত্তপ্ত পরিস্থিতি এই দুই দেশের মধ্যে। সিরিয়ায় ইসরায়েলি এই হামলা যে আবারও যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে, এমনটাই আশঙ্কা পর্যবেক্ষণ মহলের।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর