যুদ্ধ শুরু ইউক্রেনে, লাগাতার বিস্ফোরণে মাঝরাতেই জারি হল জরুরিকালিন অবস্থা

বাংলাহান্ট ডেস্ক : আরও ভয়াবহ হয়ে উঠেছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি। বৃহস্পতিবার ভোরে পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় পূর্ব ইউক্রেণের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে। এরপরই চারটি সামরিক ট্রাক রওয়া দেন ঘটনাস্থলের উদ্দেশে। সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষ্যদর্শী।

এহেন পরিস্থিতিতে রুশ হামলার আশঙ্কার দেশের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ইউক্রেন। এই চললাম সংঘর্ষের মধ্যে স্থানীয় সময় মধ্যরাত থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ করেছে পূর্ব ইউক্রেনের বিমানবন্ধর গুলি। বেশ কিছু এলাকাকে চিহ্নিত করা হয়েছে ‘বিপদ অঞ্চল’ বলেও।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বুধবার দুটি সামরিক কনভয় পূর্ব ইউক্রেণের অশান্ত অঞ্চল দোনেস্কের দিকে এগোচ্ছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অতি দ্রুত গতিতে দোনেস্কের দিকে এগিয়ে যাচ্ছে এই কনভয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি কনভয়ে নয়টি ট্যাঙ্ক এবং পদাতিক সৈন্য, অন্য কনভয়ে ট্রাক এবং জ্বালানি ট্যাঙ্কার ছিল। আরও জানা যাচ্ছে এই সামরিক কনভয়ে কোনও দেশেরই কোনও প্রতীক নেই।

ukraine russia

ইউক্রেনে এহেন জরুরি অবস্থার কথা পর্যালোচনা করে নিরাপত্তা পরিষদে তিন দিনের মধ্যে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকেই আলোচনা করা হবে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৮টায় বসবে এই বৈঠক। প্রসঙ্গত, এহেন পরিস্থিতিতে দেশে ৩০ দিনের জরুরিকালিন অবস্থা ঘোষণা করেছে ইউক্রেন। ইতিমধ্যেই রুশ নাগরিকদের পূর্ব ইউক্রেন ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও রাশিয়া যে ওই অংশে সেনা মোতায়েন করতে চায় তা একপ্রকার নিশ্চিত এই সমস্ত কার্যাকলাপ থেকে।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর