ঘরে বসেই টাকা কামানোর ব্যাপক সুযোগ দিচ্ছে ফেসবুক, শুধু করতে হবে ছোট্ট একটি কাজ

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ফেসবুক রিলস বিশ্বব্যাপী লঞ্চ করা হয়েছে। তবে, এবার যারা ফেসবুকে রিলস অর্থাৎ ছোট ভিডিও শেয়ার করেন তাদের জন্য একটি দারুণ সুসংবাদ এনেছে সংস্থা।

ফেসবুক রিলস বর্তমানে বিশ্বের প্রায় ১৫০ টি দেশে উপলব্ধ রয়েছে। পাশাপাশি, এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরাও খুব সহজেই অ্যাক্সেস করতে পারেন। টিকটকের সাথে বাজারে টেক্কা দিয়ে ২০২০ সালে ফেসবুক রিলস প্রথম চালু হয়েছিল।

এই প্রসঙ্গে মেটার সিইও মার্ক জুকেরবার্গ বলেছেন যে, ফেসবুক এবার রিলস নির্মাতাদের উপার্জনের সুযোগ করে দেবে। এই জন্য শীঘ্রই নতুন একটি ফিচার চালু করবে ফেসবুক। পাশাপাশি, নতুন এই উদ্যোগে ফেসবুক এখন শর্ট ভিডিও থেকে আয়ের একটি অংশ রিলস নির্মাতাদের সাথে ভাগ করে নেওয়ার প্রস্তুতিও নিচ্ছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলক ভিত্তিতে এই উদ্যোগ শুরু করবে ফেসবুক। এর অর্থ হল, কনটেন্ট ক্রিয়েটররা এখন রিলস তৈরি করে ফেসবুকের মাধ্যমে আয় করতে পারবেন।

জানা গিয়েছে যে, বিশ্বের বহু দেশে টিকটক যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে ফেসবুক আরও বেশি সংখ্যক কন্টেন্ট নির্মাতাদের এই প্ল্যাটফর্মে আকৃষ্ট করতেই এরূপ সিদ্ধান্ত নিয়েছে। মেটার রিপোর্ট অনুযায়ী, এটি আপাতত পাইলট প্রজেক্টের ভিত্তিতে রিলস নির্মাতাদের সাথে বিজ্ঞাপনের আয়ের অংশ ভাগ করতে চলেছে।

পাশাপাশি, ফেসবুক আরও জানিয়েছে যে, প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে এই উদ্যোগ শুরু হবে। যদিও, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি আরও দেশে চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও, এটি শীঘ্রই ভারতে চালু করার পরিকল্পনা করছে ফেসবুক, যা তাদের সবচেয়ে বড় বাজার।

একনজরে দেখে নিন ফেসবুক থেকে ঠিক কিভাবে আয়ের সুযোগ পাবেন রিলস নির্মাতারা:

বর্তমান সিস্টেমের অধীনে, ব্যবহারকারীরা কোনো বাধা ছাড়াই একের পর এক রিল দেখতে থাকেন যেখানে কোনো বিজ্ঞাপন আসেনা। কিন্তু, ফেসবুক এখন এ বিষয়ে নতুন একটি পরীক্ষা করছে। যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর এই পাইলট প্রজেক্টে অংশগ্রহণ করবেন তাঁদের দুটি বিজ্ঞাপন ফরম্যাটের মধ্যে একটি বেছে নিতে হবে।

WhatsApp Image 2022 02 24 at 2.30.03 PM

প্রথম ফরম্যাটে থাকবে ব্যানার এবং দ্বিতীয় ফরম্যাটে থাকবে স্টিকার। ব্যানারের ফরম্যাটে বিজ্ঞাপনগুলি স্বচ্ছভাবে ফেসবুক রিলের নীচে প্রদর্শিত হবে। স্টিকার মোডে বিজ্ঞাপনটি যে কোনো স্টিকারের মতোই রিলের মধ্যে প্রদর্শিত হবে। পাশাপাশি, কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে রিলের যে কোনো অংশে স্টিকার লাগানোর অনুমতিও থাকবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর