শারীরিক অসুস্থতার দোহাই, ফের CBI-র সামনে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল

বাংলাহান্ট ডেস্ক : আবারও সিবিআই তলব এড়ালেন অনুব্রত মন্ডল। গরুপাচার কান্ডে এই নিয়ে দ্বিতীয়বার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন না তিনি।

শুক্রবার সকালেই নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূমের দাপুটে তৃণমূল নেতার। কিন্তু তিনি ‘অসুস্থ’ এই দোহাই দিয়ে আজও হাজিরা এড়ালেন অনুব্রত। গরুপাচার মামলায় ১৪ ফেব্রুয়ারি তাঁকে প্রথমবার তলব করে সিবিআই। কিন্তু সেদিনও তলব এড়ান অনুব্রত। এরপর ২৫ ফেব্রুয়ারি হাজিরার নোটিস ধরানো হয় তাঁকে। কিন্তু এদিন তাঁর বদলে তাঁর আইনজীবীই যাবেন নিজাম প্যালেসে। সেখানে তিনি কথা বলবেন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে। অনুব্রত মন্ডলের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বোলপুর নিকটতস্থ কোনও এলাকাতেই অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইকে আবেদন জানানো হবে বলেও সূত্র মারফত খবর।

1619543450 28nblanu1 2

এর আগেও জানুয়ারি মাসে ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতাকে তলব করে সিবিআই। সেবারও অসুস্থতার দোহাই দেন তিনি। এমনই এই মামলায় রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থও হতে দেখা যায় কেষ্টকে। সেই আবেদনে অনুব্রত জানিয়েছিলেন তিনি তদন্তে সব ধরনের সাহায্য করবেন, কিন্তু তার পরিবর্তে তাঁর বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না নেয় সিবিআই। এই আবেদনকে মঞ্জুর করে আদালত। জানিয়ে দেওয়া হয় আদালতের নির্দেশ ছাড়া তাঁকে গ্রেপ্তার বা তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। বদলে সিবিআইকে সবরকম ভাবে সাহায্য করতে হবে অনুব্রতকে।

এরপরও একাধিকবার সিবিআইয়ের তলব এড়ানোয় কার্যতই শোরগোল রাজ্যে। এই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরাও। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি এই গরুপাচার মামলায় ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবকেও তলব করে সিবিআই। তবে ঠিক সময়েই হাজিরা দিয়েছিলেন তিনি।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর