রুশ-ইউক্রেন যুদ্ধে ঘুরিয়ে রাশিয়ার দলেই সিপিএম, বিবৃতি জারি করল বামেরা

বাংলাহান্ট ডেস্ক : এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করল সিপিএম। শুক্রবার রীতিমতো বিবৃতি দিয়েই শান্তির পক্ষে সওয়াল করলেও একপ্রকারে পুতিনের পাশেই দাঁড়িয়েছে তারা।

এই বিবৃতিতে তারা লেখে, ‘নিরাপত্তার সংকটের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। যদিও এই আক্রমণ অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক।’ একই সঙ্গে আরও লেখা হয়, ‘রাশিয়া এবং ইউক্রেনের সংঘর্ষ নিয়ে সিপিএম গভীর উদ্বিগ্ন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যেভাবে সামরিক পদক্ষেপ নিচ্ছে সেটা দুর্ভাগ্যজনক। যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানো হোক।’

কিন্তু ঘুরিয়ে রাশিয়াকেই সমর্থন দিয়েছে বাম দল। বিবৃতিতে আরও লেখা হয়, ‘আমেরিকা এবং ন্যাটোর বেশ কিছু পদক্ষেপ রাশিয়াকে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেছে। সোভিয়েতের পতনের পর আমেরিকার মদতে ন্যাটো পূর্ব ইউরোপে ধীরে ধীরে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইউক্রেনকেও যেভানে ন্যাটোর অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে সেটা রাশিয়ার নিরাপত্তার জন্য বিপজ্জনক। ন্যাটো যেভাবে পূর্ব ইউরোপ এলাকায় বাহিনী এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করছিল, তা নিয়েও উদ্বিগ্ন রাশিয়া। সুতরাং রাশিয়া প্রথম নিরাপত্তার দাবি করেছে। সেটা পুরোপুরি বৈধ।’

Ukraine

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সকালেই স্যোশাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সিপিএমের কাছে প্রশ্ন ছুঁড়ে দেন রাশিয়ান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কবে পথে নামতে দেখা যাবে বামেদের? স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, ‘এতো বড়ো বিষয়। বঙ্গ সিপিএম চুপ। চুপ বললে কম বলা হয়। বঙ্গ সিপিএম পথহারা।কলকাতার পথে মিছিল নেই, রাশিয়ান সাম্রাজ্যবাদের কালোহাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অবাক কাণ্ড। গণশক্তিতে গা গরম করা লেখা নেই। দলের নেতাদের বিবৃতি নেই। ঘটনা যদি অন্যদেশে হতো, সকাল থেকে ছো চোঙা ফোকা শুরু হয়ে যেত।’ বিজেপি নেত্রী আরও লিখেছেন ‘কতবার কলকাতার বুকে সিপিএম এর সাম্রাজ্যবাদী মিছিল হয়েছে। কলকাতার মাটি থেকে আমেরিকাকে চ্যালেঞ্জ ছোঁড়া হয়েছে। এবার একবার দেখব না আমরা? কী দেখবো না?’ এরপর কিছুক্ষণের মধ্যেই এহেন বিবৃতি জারি করতে দেখা গেল সিপিএমকে।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর