সপ্তাহান্তে স্বস্তি, কিন্তু আজও ভিজবে বাংলার এই কয়েকটি জেলা: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : নাছোড়বান্দা বর্ষা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি হয়েছে গতকাল সারাদিন ধরে। সকাল থেকেই মুখভার ছিল কলকাতার আকাশেরও৷ পশ্চিমী ঝঞ্জার প্রভাবে অকাল বর্ষণ রাজ্যে। রবিবার অবধি এমনই চলার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই উন্নতি হবে আবহাওয়ার। শুকনোই থাকছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি। বাড়বে তাপমাত্রাও।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :৩০° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২০° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১%
বাতাস : ৭.৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৭%

আজকের আবহাওয়া
শুক্রবার বিকেলে দেওয়া পূর্বাভাস অনুযায়ী শনিবার শুকনোই থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই। তবে মেঘাচ্ছন্ন থাকবে আকাশা। সারাদিনই চলবে মেঘ রোদ্দুরের খেলা। বিকেলের পর থেকে আবারও বদলাবে আবহাওয়া। তবে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই চলবে বৃষ্টি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতা হয়েছে। শিলাবৃষ্টি হয়েছে দার্জিলিং জেলায়। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। শুকনো থাকে বাকি সবকটি জেলাই। বৃষ্টির সম্ভাবনা নেই জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। তবে রবিবার থেকে পরিবর্তন হবে হিমালয় সংলগ্ন এলাকাগুলির আবহাওয়া। রবিবার বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সবকটি জেলাতেই। শনিবার মেঘাচ্ছন্ন থাকবে বাকি জেলাগুলির আকাশ।থাকবে হালকা কুয়াশাও।

1594129384 Darjeeling Monsoon 4

আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি রবিবার সকালের পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। শনিবার বাড়বে বৃষ্টি। বাকি জেলাগুলি শনিবার শুকনোই থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃদ্ধি চলবে টানা রবিবার অবধিই। রবিবার সকালের মধ্যে ববজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সবকটি জেলায়। বাড়তে চলেছে দিনের তাপমাত্রাও। দিনের তাপমাত্রা বাড়বে প্রায় ২-৩° সেলসিয়াস। তবে আগামী ৪ দিন রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। হালকা থেকে মাঝারি কুয়াশাচ্ছন্ন থাকবে গাঙ্গেয় দক্ষিনবঙ্গের জেলাগুলি।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর