মধ্য ফাল্গুনেই গরমের রেশ বঙ্গে, জানুন কি আপডেট দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক : মধ্য ফাগুনেই গরমের আভাস রাজ্য জুড়ে। সোমবার সারাদিন রোদের আঁচ ভালো মতন টের পেয়েছে বঙ্গবাসী। তবে এরই মধ্যে একটি নিম্নচাপের সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে। যার জেরে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে রাজ্যে। বাড়বে খানিক তাপমাত্রাও। বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজবে পাহাড়ও। বৃষ্টির ফলে কিছুটা কমবে রাতের তাপমাত্রা।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :৩১° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৪%
বাতাস : ৬.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯১%

   

আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার মূলত শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। অতি হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমদিকের কয়েকটি জেলায়। বৃষ্টি চলবে পাহাড়ে। নিম্নচাপের জেরে কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে মঙ্গলবার রৌদ্রজ্বলই থাকবে শহর কলকাতার আকাশ। রোদের তেজ বাড়ায় বেশ ভালোই গরম অনুভূত হবে দুপুরের দিকে। বিকেলের পর থেকে অবশ্য হাওয়া বইতে শুরু করবে। মঙ্গলবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১° সেলসিয়াস এবং ১৯° সেলসিয়াস। বৃষ্টির কারণে অবশ্য কিছুটা কমবে পাহাড়ের পারদ।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকালের মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বাকি জেলাগুলিতে শুকনোই থাকবে আবহাওয়া। মঙ্গলবার রাতের মধ্যে কোথাও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। খানিকটা হলেও বদলাবে দিনের তাপমাত্রা। বৃষ্টির জেরে ওই দুই জেলায় তাপমাত্রা কিছুটা কমলেও বাকি জেলাগুলিতে খানিক চড়বে পারদ তাপমাত্রা বাড়তে পারে ১-২° সেলসিয়াস। রবিবার দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৪° সেলসিয়াস।

মঙ্গলবার সকালের মধ্যে মূলত শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। রৌদ্রজ্জ্বল থাকবে বাকি সবকটিই জেলা। বুধবার সকালের মধ্যেও খুব একটা পরিবর্তন হবে না আবহাওয়ার। মঙ্গলবার সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে ওই জেলাগুলিতে। একই থাকবে বাকি সমস্ত জেলাত আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও। তবে ১-২° বাড়তে পারে শুকনো থাকা জেলাগুলির উষ্ণতা।

1594129384 Darjeeling Monsoon 4 1

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮° সেলসিয়াস। রোদ ঝলমলে আবহাওয়া থাকবে রাজ্যজুড়েই। বাড়বে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ।নিম্নচাপের জেরে বেশ কিছুটা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা৷ রীতিমতো গরম অনুভূত হবে পশ্চিমের জেলা গুলি এবং কলকাতায়।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর