বাংলা হান্ট ডেস্ক: গতকাল শিবরাত্রি উপলক্ষ্যে ভগবান শিবের আরাধনায় মেতে ছিল রাজ্যবাসী। সারাদিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে চলে ধুমধাম করে শিবপুজো। সেরকমই একটি শিবপুজোতে যোগ দিয়ে হিন্দুদের উদ্দ্যেশ্যে বড় সতর্কবার্তা শোনালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের গোকুলনগরে একটি শিব পুজো এবং গ্রামীণ মেলাতে যোগ দেন নন্দীগ্রামেরই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শিবের মাথাতে জল ঢালেন তিনি। আর তারপরই ধর্ম এবং জাতীয়তাবাদ নিয়ে হিন্দুদের সতর্ক করতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতাকে। হিন্দুরা না জাগলে দেশ ছাড়তে হবে, এমনটাই বলতে শোনা যায় তাঁকে।
তিনি বলেন,’চারিদিকে লক্ষ লক্ষ ব্রতীরা নেমেছেন। এই হিন্দু জাগরণ আমার অত্যন্ত ভালো লাগছে। এই হিন্দু জাগরণ এভাবে বিগত দিনে হয়নি কারণ আপনারা বাংলাদেশ দেখেছেন, আফগানিস্তান দেখেছেন, দেখেছেন বাংলাদেশের অষ্টমীর দিন দুর্গা মায়ের মূর্তি ভাঙা। তাই হিন্দুরা যদি না জাগে সনাতন সংস্কৃতি যদি আপনারা এগিয়ে নিয়ে না যান তাহলে আমাদের হয় ধর্ম পরিবর্তন করতে হবে, না হলে দেশ ছাড়তে হবে।’
বারাণসীতে কাশী বিশ্বনাথের মন্দির সম্পর্কেও বলতে শোনা যায় তাঁকে, তিনি আরও বলেন, ‘আমাদের ভারতে মহাদেবের সবচেয়ে বড় জায়গা কাশী বিশ্বনাথ। সেই কাশীধামকে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে নতুন রূপে সাজিয়েছেন, সেরকমই গ্রামে গ্রামে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হোক। সনাতনী ধ্বজ আরও বেশি করে উড়ুক।’
II ওঁ নমঃ শিবায় II
হর হর মহাদেবসকল কে জানাই মহা শিবরাত্রির শুভেচ্ছা এবং অভিনন্দন।
নন্দীগ্রামের সোনাচূড়ায় মহা শিবরাত্রি উপলক্ষ্যে মহাদেবের আরাধনায়… pic.twitter.com/eHefRsV7WS— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 1, 2022
একই সঙ্গে পুরসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধেও মুখ খোলেন শুভেন্দু। তিনি জানান, ‘নির্বাচন কমিশনকে সব সিসিটিভি ফুটেজ ফরেন্সিক করতে বলেছি। ভোট বাতিল হবে।’ প্রসঙ্গত, এই শিবরাত্রির অনুষ্ঠানের ছবি নিজের স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা।