বাংলা হান্ট ডেস্ক: রাশিয়া-ইউক্রেনের মাঝে চলা ভয়াবহ যুদ্ধের মাঝেই এক অনন্য ঘটনার সাক্ষী থাকল সারা বিশ্ব। এমনিতেই, বিগত এক সপ্তাহ ধরে রাশিয়ার ক্রমাগত হামলায় বিধ্বস্ত হয়ে গিয়েছে ইউক্রেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বড় শহর খারকভ কার্যত অবরুদ্ধ। প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ইউক্রেনে ডাক্তারি পড়তে আসা ছাত্র-ছাত্রীরাও।
ভারতের পাশাপাশি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পড়ুয়ারা ডাক্তারি পড়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন ইউক্রেনে। তবে, যুদ্ধের আবহে আটকে পড়েন সকলেই। এদিকে, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আটকে পড়েন বহু পাকিস্তানি পড়ুয়ারাও। তবে, ইউক্রেনে পাকিস্তানি পড়ুয়াদের প্রাণরক্ষা করল সেই ভারতীয় পতাকাই!
অদ্ভুত শোনালেও ঠিক এইরকমই ঘটনা ঘটেছে ইউক্রেনে। রাশিয়ার ক্রমাগত আক্রমণে কার্যত আশঙ্কায় প্রহর গুণছিলেন পড়ুয়ারা। জানা গিয়েছে যে, সদ্য ইউক্রেন সীমান্ত পার হয়ে রোমানিয়ার রাজধানী বুকারেস্টে পৌঁছেছে ভারতীয় পড়ুয়াদের একটি দল। সেই পড়ুয়ারাই জানান যে, সেখানে পাকিস্তানি ছাত্রদের রক্ষাকর্তা হয়ে ওঠে ভারতীয় পতাকা।
এই প্রসঙ্গে ভারতীয় ছাত্ররা জানিয়েছেন যে, “ভারতের জাতীয় পতাকা সঙ্গে থাকার জন্যই দ্রুত সীমান্ত পার করার অনুমতি পায় পাকিস্তান ও তুরস্কের পড়ুয়ারা। উপায় না পেয়ে আমরা বাড়ির পর্দা ছিঁড়ে রং মাখিয়ে পতাকা তৈরি করেছিলাম।” পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করে তাঁরা আরও বলেন যে, “সরকার আমাদের সাহায্য করেছে। তবে উদ্ধারকারী বিমানের সংখ্যা আরও বাড়ানো উচিত। রোমানিয়ায় আমাদের কিছু ভারতীয় সমস্যার সম্মুখীন হয়েছেন। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ভারতের দূতাবাসের।”
এদিকে, বর্তমানে যেহেতু ইউক্রেনের আকাশসীমা বন্ধ রয়েছে তাই পড়শি দেশ রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া হয়ে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে। ইতিমধ্যেই ওই দেশগুলিতে উদ্ধারকাজে মদত দিতে কেন্দ্রীয় মন্ত্রীদের পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগেও ইউক্রেনে ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল প্রায় ২০ হাজার। তাঁদের মধ্যে বর্তমানে দেশে ফিরেছেন ১২ হাজার জন। এছাড়াও, “ওয়ার জোন”-এ এখনও আটকে রয়েছেন প্রায় চার হাজার ভারতীয় নাগরিক। তবে, বাকিরা পড়শি দেশগুলির সীমান্তের দিকে রওনা হয়েছেন। গত মঙ্গলবার এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
পাশাপাশি, ভারতীয়দের বিনা ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে পোল্যান্ড। ইতিমধ্যেই পড়শি দেশগুলি থেকে বিশেষ বিমানে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সক্রিয় ভাবে কাজ করছে ভারতীয় বায়ুসেনাও। এছাড়াও, ইউক্রেনের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে রওনা দিয়েছে এয়ারফোর্সের সি-১৭ পণ্যবাহী বিমান। পাশাপাশি, জানা গিয়েছে, আগামী দুই থেকে তিনদিনে ত্রাণ নিয়ে মোট ২৬ টি বিশেষ বিমান চালাবে নয়াদিল্লি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সেনা প্রবেশ করার পর শুরু হয় ভয়াবহ লড়াই। যার জেরে কিয়েভ, খারকভ সহ ইউক্রেনের একাধিক শহরে আটকে রয়েছেন কয়েক হাজার ভারতীয় নাগরিক। তাঁদেরকেই সুষ্ঠুভাবে দেশে ফেরাতে ‘‘অপারেশন গঙ্গা” শুরু করেছে কেন্দ্র।