আবার উড়বে নেপোটিজমের ধ্বজা, করনের হাত ধরেই বলিউডে পা রাখছেন জাহ্নবীর তুতো বোন শানায়া কাপুর

বাংলাহান্ট ডেস্ক: বিনা পরিশ্রমে তারকা সন্তানদের সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে পরিচালক প্রযোজক করন জোহরের (Karan Johar) বিরুদ্ধে। বহুবার তাঁকে ‘নেপোটিজমের ধ্বজাধারী’ বলে কটাক্ষ শানানো হয়েছে। কিন্তু সেসব এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছেন করন। এবার আরেক তারকা সন্তান শানায়া কাপুরকেও (Shanaya Kapoor) বলিউডে লঞ্চ করতে চলেছেন তিনি।

শানায়া হলেন সম্পর্কে অর্জুন কাপুর, জাহ্নবী ও খুশি কাপুরের তুতো বোন। সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের আদরের মেয়ে তিনি। সোশ‍্যাল মিডিয়ার দৌলতে বেশ জনপ্রিয় শানায়া। সুহানা খান ও অনন‍্যা পাণ্ডের সঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায় তাঁকে। গত এক বছর ধরেই শানায়ার বলিউড ডেবিউ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নিজেই ছবির পোস্টার শেয়ার করে সুখবর দিলেন করন।

Directer Karan Johar 39487944
ছবির নাম ‘বেধড়ক’। ধর্মা প্রোডাকশনসের প্রযোজনায় ছবির পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। একা শানায়া নয়, এই ছবির হাত ধরেই অভিনয়ে আসছেন লক্ষ‍্য লালওয়ানি ও গুরফতেহ পীরজাদা। ছবিতে শানায়ার চরিত্রের নাম নিম্রিত। লক্ষ‍্যের প্রথমে অভিষেক করার কথা ছিল জাহ্নবী ও কার্তিক আরিয়ানের বিপরীতে ‘দোস্তানা ২’ ছবির হাত ধরে। কিন্তু করনের সঙ্গে কার্তিকের বিবাদের কারণে বন্ধ হয়ে যায় ছবির শুটিং।

https://www.instagram.com/p/CaoPT5KIsKi/?utm_medium=copy_link

বেধড়ক ছবিতে লক্ষ‍্যের চরিত্রের নাম করন। অন‍্যদিকে গুরফতেহ পীরজাদাকে দেখা যাবে অঙ্গদের চরিত্রে। করন জোহরের ঘোষনা থেকে জানা যাচ্ছে, প্রেম, সংঘর্ষ, বিরহের মিশেলে আরো একটি বলিউডি ছবি উপহার দিতে চলেছেন তিন অভিনেতা অভিনেত্রী।

https://www.instagram.com/p/CaoSxh0Icuk/?utm_medium=copy_link

কিন্তু নতুন ছবি নিয়ে একেবারেই খুশি নয় নেটনাগরিকরা। সোশ‍্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছে তারা। একজন লিখেছেন, আবারো একজন স্টারকিড হাজির। নেপোটিজমের জয়জয়কার। ন‍্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে কি কাউকে খুঁজে পান না করন? আরেকজন তীব্র কটাক্ষ করে লিখেছেন, সঞ্জয় ও মাহিপ দুজনেই খারাপ অভিনয় করতেন। তাঁদের মেয়ে তো আরো খারাপ করবে!

IMG 20220303 165043
প্রসঙ্গত, গত বছরের মার্চেই সুখবরটা দিয়ে দিয়েছিলেন শানায়া। করনের হাত ধরে বলিউডে পা রাখছেন তিনি, জানিয়েছিলেন এমনটাই। এর আগে জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল’ ছবিতে সহ পরিচালক হিসাবে কাজ করেছিলেন শানায়া। এবার তিনি থাকবেন ক‍্যামেরার সামনে।

Niranjana Nag

সম্পর্কিত খবর