পাকিস্তানের পেশোয়ারে নামাজের সময় মসজিদের ভেতরে বিস্ফোরণ! নিহত ৩০, আহত ৫০

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) পেশোয়ার (Peshawar) থেকে একটি বড়সড় দুর্ঘটনার কথা সামনে আসছে। জুমার নামাজের সময় ইমাম বারগাহ (মসজিদের) ভিতরে একটি বিস্ফোরণ ঘটেছে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে, এবং 50 জনেরও বেশি লোক আহত বলে জানা গিয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেশোয়ারের সিসিপিওর মতে, কোচা রিসালদারে অবস্থিত ইমামবাড়ে পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল। তিনি বলেন, প্রাথমিক রিপোর্টে অনুমান করা হয়েছে যে হামলাকারীরা দুই পুলিশ প্রহরীকে গুলি করে এবং বিস্ফোরক নিয়ে প্রাঙ্গণে প্রবেশ করে। সম্ভবত ইমামবাড়ায় এটি একটি আত্মঘাতী হামলা ছিল।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়রা জানান, এই এলাকায় অনেক বাজার রয়েছে এবং সাধারণত জুমার নামাজের সময় এখানে জমজমাট থাকে।


Koushik Dutta

সম্পর্কিত খবর