বাড়িতে নতুন অতিথি এলেই টাকা দেবে মোদী সরকার, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: দেশের মানুষদের স্বার্থে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালাচ্ছে যার ফলে আর্থিক ভাবে উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। ঠিক সেইরকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হল “প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা”।

কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত এই স্কিমে ৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি, ২০১৭ সালের ১ জানুয়ারি এই স্কিমটি শুরু হয়। “প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা”-র অধীনে, প্রথমবার গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি, এই প্রকল্পটি “প্রধানমন্ত্রী গর্ভাবস্থা সহায়তা প্রকল্প” নামেও সমধিক পরিচিত।

এই স্কিমের সুবিধা পেতে, প্রথমবার গর্ভবতী হয়েছেন এমন মহিলাদের রেজিস্ট্রেশনের জন্য, ওই মহিলা এবং তাঁর স্বামীর আধার কার্ড ও ব্যাঙ্কের পাসবুকের জেরক্স থাকা প্রয়োজন। তবে, ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে চলবেনা। এই প্রকল্পের অধীনে, গর্ভবতী মহিলাদের ৩ টি কিস্তিতে মোট ৫ হাজার টাকা প্রদান করা হয়।

প্রধানত এই প্রকল্পের উদ্দেশ্য হল, প্রথমবার মা হতে চলেছেন এমন মহিলাদের পুষ্টি সরবরাহে যাতে কোনো খামতি না থাকে সেই দিকে নজর রেখেই আর্থিক সহায়তা প্রদান করা। ৫ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তিতে হাজার টাকা, দ্বিতীয় কিস্তিতে ২ হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতেও ২ হাজার টাকা দেওয়া হয়। তবে সরকারি চাকরি করেন এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। পাশাপাশি, এই প্রকল্প থেকে প্রাপ্য টাকা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হয়।

WhatsApp Image 2022 03 05 at 5.01.20 PM

এদিকে, এই প্রকল্পের সুবিধা পেতে ASHA বা ANM-এর মাধ্যমে “প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা”-র অধীনে আবেদন করতে হবে। এছাড়াও, অনলাইনেও আবেদন সম্ভব। পাশাপাশি, সন্তান প্রসব সরকারি হাসপাতালে হোক বা বেসরকারি হাসপাতালে , এই প্রকল্পের সুবিধা উভয়ক্ষেত্রেই প্রদান করা হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর