কেন বিরাট কোহলিকে মাঠ থেকে বেরিয়ে যেতে বললেন রোহিত শর্মা! রইল ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মোহালির মাঠে খেলা হচ্ছে। এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা টস জিতেছিলেন এবং এই ম্যাচে একটি বড় ঘটনা ঘটেছিল। বলে দিই, এই ভারতের এই ম্যাচ জয় সময়ের অপেক্ষা মাত্র। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ব্যাটে, বলে অসাধারণ পার্ফমেন্স করে সবার নজর কেড়েছেন।

মোহালি টেস্ট ম্যাচটি বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ, যার জন্য সবাই উৎসাহিত। তবে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৪৫ রান করতে পারেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ভারত ৫৭৪ রান করে ইনিংস ঘোষণা করে। মোহালির টেস্ট ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে দারুণ যুগলবন্দী ধরা পড়ে।

কোহলির শততম টেস্ট ম্যাচে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় তাকে একটি বিশেষ ক্যাপ উপহার দেন। ভারতীয় দল যখন মাঠে নামে। তখন বিরাট কোহলিও তাড়াহুড়ো করে মাঠের ভিতরে পৌঁছে যান, এরপর অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলিকে গার্ড অফ অনার দেওয়ার জন্য মাঠের বাইরে বেরিয়ে ফের মাঠে ফিরে আসার কথা বলেন।

https://twitter.com/justice4mcadams/status/1500120350142910465?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1500120350142910465%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Fsports%2Fcricket%2Frohit-sharma-call-return-to-virat-kohli-mohali-test-india-vs-sri-lanka-first-test-indian-team-captain-100th%2F1116263

অধিনায়ক রোহিত শর্মা কথামত বিরাট কোহলি মাঠের বাইরে গিয়ে সঙ্গে সঙ্গে ফেরত আসনে। আর তখন ভারতীয় দলের সদস্যরা ওনাকে গার্ড অফ অনার দেন। স্টেডিয়ামে দর্শকদের হাততালি দিতেও দেখা যায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Koushik Dutta

সম্পর্কিত খবর