শুধু মমতার বিমানেই বিভ্রাট কেন! জবাবদিহি চেয়ে বিক্ষোভ দেখাবেন বিমানবন্দরের কর্মীরা

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশ থেকে ফেরার পথে সমস্যার মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বারবার বাংলার মুখ্যমন্ত্রীর বিমানেই কেন হবে গন্ডগোল সেই জবাবদিহি চেয়ে এবার বিক্ষোভের পথে দমদম বিমানবন্দরের কর্মচারীরা। মঙ্গলবার সকালেই কলকাতা বিমানবন্দরের প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে বিমানবন্দরের কনট্রাকটরস ওয়ার্কার্স ইউনিয়নের।

আইএনটিটিএইউসির অধিনের এই সংগঠনের কার্যকরী সভাপতি বরুণ নট্ট জানিয়েছেন, ‘ এটা একবারের ঘটনা নয়। বারবার হচ্ছে। এর দায় কার? আমাদের মুখ্যমন্ত্রীর কোমরে ও অন্যান্য জায়গায় চোট লেগেছে। এর আগেও তাঁর বিমানকে ৪৫ মিনিট অবতরণ করতে দেওয়া হয়নি। এতদিন কিছু বলিনি কিন্তু এবার আমরা বিক্ষোভ দেখাবো।’ মঙ্গলবারের এই বিক্ষোভে সামিল থাকবেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ ও বিমানবন্দরের কন্ট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সৌগত রায়, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এঁদের সকলেরই যোগ দেওয়ার আগামীকালের বিক্ষোভে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই বারানসীতে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে মুখ্যমন্ত্রীর বিমান। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর বউদি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সর্বক্ষণের নিরাপত্তা আধিকারিকরা। কলকাতায় নামার মিনিট পনেরো আগে থেকেই হঠাৎ প্রচন্ড ঝাঁকুনি হয় বিমানটিতে। এরপর দুদিকে দুলতে দুলতে নীচে নেমে আসতে থাকে সেটি। ঝড়ের গতিতে প্রায় ১০০ মিটার নেমে যায় বিমান। ঘটনায় বেশ ভালোরকম চোট লাগে মমতার।

এরপরই পুরো ঘটনার তলব চেয়ে ডিজিসিএ-র কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য। যদিও বিমানটি একটি এয়ার পকেটে পড়েছিল এমনটিই জানানো হয়েছে প্রাথমিক ভাবে। জানা যাচ্ছে, বলা হয়, খারাপ আবহাওয়ার জন্যই এয়ার পকেটে পড়ে মুখ্যমন্ত্রীর বিমান। সেই কারণেই বড় দুর্ঘটনা এড়াতে নির্দেশ মতই খানিকটা নীচে নামিয়ে আনা হয় সেটিকে। এয়ারপোর্টের তরফে এহেন ব্যাখ্যার পরও রাস্তায় নামতে চলেছেন সেখানকার কর্মীরা। বিক্ষোভে যোগ দেবেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ববর্গও। ফলে স্বভাবতই ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই চুড়ান্ত সমালোচনা শুরু হয়েছে বিরোধী মহলে। পুরো ব্যাপারটিকেই ‘বাড়াবাড়ি’ বলেই দাগিছে বিরোধীরা।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর