আবারও যোগী ঝড় উত্তরপ্রদেশে, ‘খেলা’ ব্যর্থ মমতার? কী বলছে Exit Poll

বাংলাহান্ট ডেস্ক : সোমবার অর্থাৎ আজ ছিল উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ। জাতীয় রাজনীতিতর ক্ষেত্রে যে এই রাজ্যের বিধানসভা নির্বাচন অতি গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। উত্তরপ্রদেশকে বিজেপির দুর্গ বললে খুব একটা ভুল বলা হয় না। তাই যোগী রাজ্যের নির্বাচনের ফলাফল যে কার্যতই অনেকখানি প্রভাবিত করতে পারে চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলকে তেমনটাই মত পর্যবেক্ষক মহলের একাংশের।

এবারেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়াই হয়েছে বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যেই। ৪০৩ টি বিধানসভা আসনের এই রাজ্যে বিজেপি বিপুল ভোটে জয় পেলেও এবার যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বেশ কিছু সমসাময়িক ইস্যু। ফলে লড়াইটা যে এবার বিজেপির পক্ষে মোটেই সহজ হয়নি এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

বর্তমানে উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা ৩১২ জন। প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির বিধায়ক রয়েছেন ৪৭ জন। বহুজন সমাজ পার্টির বিধায়ক ১৯ জন। তবে এবারে অনেকটাই থিতিয়ে গিয়েছে মোদী হাওয়া। তাছাড়াও নারী নিরাপত্তা, কৃষক আন্দোলন প্রভৃতি একাধিক বিষয় অনেক খানিই কাঁপিয়ে দিয়েছে বিজেপির ভিত। ২০২১ এর পঞ্চায়েত ভোটে বিজেপির চেয়ে বেশি আসন পায় সমাজবাদী পার্টি। ফলে এই বিষয়গুলিও বিজেপির বিরুদ্ধে যাবে বলেই মনে করা হচ্ছে। এবার কি তবে গদি ওল্টাবে যোগী রাজ্যের নাকি আবারও গেরুয়াই বসবে সিংহাসনে? কী বলছে সংস্থাগুলির বুথ ফেরত সমীক্ষা?

পি মার্কের সমীক্ষা
বিজেপি: ২৪০টি আসন
সমাজবাদী পার্টি জোট : ১৪০টি আসন
বহুজন সমাজ পার্টি : ১৭টি আসন
কংগ্রেস: ৪টি আসন
অন্যান্য : ২টি আসন

পোলস্ট্র‍্যাট সমীক্ষা
বিজেপি: ২১১-২২৫টি আসন
সমাজবাদী পার্টি জোট : ১৪৬-১৬০টি আসন
বহুজন সমাজ পার্টি : ১৪-২৪টি আসন
কংগ্রেস: ৪-৬টি আসন
অন্যান্য : ০ টি আসন

এই দুটি বুথ ফেরত সমীক্ষা থেকে কার্যতই একথা পরিষ্কার যে চ্যালেঞ্জ সত্ত্বেও উত্তরপ্রদেশের মসনদে বসতে চলেছে বিজেপিএ সরকারই। তবে ঠিক কতগুলি আসনে জিতবে বিজেপি, কতটা ভোট পাবে সপা তা জানার জন্য অপেক্ষা করতেই হবে ১০ মার্চ অবধি।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর