চিন-ভারত সীমান্তে মুরগি ডিম পাড়লে কোন দেশের হবে? এর উত্তর দিতে পারেন না কোটি কোটি মানুষ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বর্তমানে সরকারি চাকরির পেছনে ছোটেন অনেক শিক্ষিত তরুণ-তরুণী। ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন প্রবল পরিশ্রম করেও অনেকে নাগাল পান না সেই চাকরির। কারণ এই চাকরি সংক্রান্ত অনেক পরীক্ষাতেই ইন্টারভিউ সকলে সামলে উঠতে পারেন না।

বেশিরভাগ সরকারি চাকরির জন্য অন্তিম পর্ব হচ্ছে ইন্টারভিউ, যা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারভিউর জন্য তৈরি না থাকলে দীর্ঘদিনের পরিশ্রমটাই মাটি হয়ে যায়। ইন্টারভিউতে যে প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয় কখনও কখনও তা খুব অস্বাভাবিক মনে হয়। যে ব্যক্তি ইন্টারভিউ দিচ্ছেন তার আইকিউ লেভেল পরীক্ষা করে দেখতে এইসব প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী তা দেখতে প্রশ্নটি কিছুটা ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয়ে যায়। এই সংক্রান্ত কিছু প্রশ্নর উদাহরণ পাঠকদের সুবিধার্থে তুলে ধরা হলো-

interview

• ভারত-চিন সীমান্তে মুরগি ডিম পাড়লে ডিমটি কার হবে?
মুরগির

• কোন দেশের গণপরিবহন সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়?
লুক্সেমবার্গ

• কোন দেশে সাপ পাওয়া যায় না?
নিউজিল্যান্ড

• আপনি যদি একটি জেলার ডিএম হন এবং সেখানে দুটি ট্রেনের সংঘর্ষ হয়, আপনি কী করবেন?
প্রথমত, খুঁজে বের করুন কোন দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে মানে পণ্যবাহী ট্রেন বা যাত্রীবাহী ট্রেন। এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

• গোলাপ, লিলি ও পদ্মের মধ্যে মিল কি?
সব ফুলই ফুল

• ভারতে প্রথম আধার কার্ডটি কাকে দেওয়া হয়েছিল?
মহারাষ্ট্রের বাসিন্দা রঞ্জনা সোনাওয়ানেকে

Reetabrata Deb

সম্পর্কিত খবর