একটা যথেষ্ট নয়, আবারো বিয়ের সাজে ভাইরাল সলমন-সোনাক্ষীর নতুন ছবি!

বাংলাহান্ট ডেস্ক: সলমন খান (Salman Khan) ও সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) ‘বিয়ে’র গুঞ্জন স্তিমিত হতেই না হতেই হাজির নতুন এক ছবি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বিয়ের বেশে ভাইজান ও সোনাক্ষীর আরো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এটি আসল না নকল তা নিয়ে বেশি জলঘোলা করার প্রয়োজনই নেই। কারণ তা দিনের আলোর মতোই স্পষ্ট।

এর আগে সলমন ও সোনাক্ষীর একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল। সেখানে সলমনকে ‘বিবাহিত’ অবস্থায় দেখা গিয়েছে। তাঁর পাশে ‘দাবাং’ সহ অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অভিনেত্রীর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। তাঁর আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা যাচ্ছে সলমনকে।

IMG 20220305 151043 1

মুহূর্তের মধ‍্যে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ছবিগুলি। শোনা যায়, দুবাইতে নাকি চুপিচুপি বিয়ে করেছেন সলমন সোনাক্ষী। আদৌ কি এগুলো সত‍্যি? ক‍্যাটরিনার বিয়ের পর সোনাক্ষীর সঙ্গেই কি লুকিয়ে বিয়ে করেছেন সলমন? না, এই সব ছবিগুলিই ভুয়ো। একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে সবটাই আসলে এডিটের কারিকুরি। ছবিগুলির মতোই সলমন ও সোনাক্ষীর বিয়ের খবরও সম্পূর্ণ ভাবে মিথ‍্যে।

https://www.instagram.com/p/Ca0zXXNI49y/?utm_medium=copy_link

এবার ফের একটি ছবি ছড়িয়ে পড়ল নেটপাড়ায়। এখানেও বিয়ের বেশে সলমন সোনাক্ষী। এবারে তাঁদের পরনে রূপোলি ও সবুজ পোশাক। একে অপরের দিকে তাকিয়ে হাসিমুখে হাতজোড় করে রয়েছেন তাঁর। তবে এবারে আর জল্পনার প্রয়োজন নেই যে ছবিটি আসল নাকি নকল। কারণ এটি আসলে বরুন ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ের ছবি।

https://www.instagram.com/p/CZGZVO-jazx/?utm_medium=copy_link

শুধুমাত্র তাঁদের মুখের বদলে সুপার ইম্পোজ করে বসানো হয়েছে সলমন ও সোনাক্ষীর মুখ। তবে এবারে এডিটের কারিকুরিটা খুবই স্পষ্ট। প্রসঙ্গত, এর আগে বিয়ের ভুয়ো ছবি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। তবে এবারের ততোধিক এডিট করা ভুয়ো ছবিটি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি সলমন বা সোনাক্ষী কেউই।

Niranjana Nag

সম্পর্কিত খবর