বাংলাহান্ট ডেস্ক : একুশের বঙ্গ বিধানসভায় সবুজ ঝড়ে উড়ে গিয়েছিল বিজেপি। তারপরই সেই আত্মবিশ্বাসে ভর করে রাজ্যের বাইরের ভোট যুদ্ধের ময়দানে পা রাখেন মমতা। গোয়ায় প্রথমবার আশাতীত না হলেও মোটামুটি মুখ রাখতে সক্ষম হয়েছে তৃণমূল। কিন্তু তার পরেও যেন পিছু ছাড়ছে না সমস্যা।
২০২৪ সালে দিল্লি দখল এবং বিজেপি হটানোর লক্ষ্য নিয়েই এগিয়েছিল তৃণমূল। কিন্তু খেলা ঘুরতে চলেছে এবার ফলাফলের পরই। গোয়ার সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে হাত মিলিয়েই লড়েছিল তৃণমূল। কিন্তু ফলাফলের পর এবার তৃণমূলের হাত ছেড়ে যে বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতেই বেশি আগ্রহী এই দল এমন সম্ভাবনাই স্পষ্ট হয়ে উঠছে।
এরই মধ্যে বিজেপিকে সমর্থন জানিয়ে দিয়েছেন জয়ী ৩ নির্দল প্রার্থী। ফলে সৈকত রাজ্যে সরকার গঠন নিশ্চিত বিজেপির। এরই মধ্যে গোমন্তক পার্টিকেও স্বাগত জানিয়েছে বিজেপি। এদিন মহারাষ্টের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ জানান, ‘গোয়ার মানুষের আশির্বাদে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। আমরা ২০ আসন পাবই। একটা দুটো বেশিও পেতে পারি। মানুষ প্রধানমন্ত্রী মোদীর উপর ভরসা রেখেছেন। নির্দলরা আমাদের সঙ্গে রয়েছেন। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি আমাদের সমর্থন করবে। আমরাই সরকার গড়ব।’
People of Goa have given us a clear majority. We will get 20 seats or even 1-2 seats more. People have shown faith in PM Modi. Independent candidates are coming with us. MGP is also coming with us and taking all together, we will form our govt: BJP leader Devendra Fadnavis pic.twitter.com/s1lvXrL6Zv
— ANI (@ANI) March 10, 2022
এহেন পরিস্থিতিতে জোটসঙ্গীর এই ‘বিশ্বাসঘাতকতায়’ কার্যতই মন ভেঙেছে তৃণমূলের। এই ধাক্কা কাটিয়ে উঠে কীভাবে ঘুরে দাঁড়ায় তৃণমূল, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার