অপুষ্টিতে ভুগছে পলক! ডেবিউয়ের আগেই মেয়ের অপমানে ফুঁসে উঠলেন শ্বেতা

বাংলাহান্ট ডেস্ক: নিখুঁত না হলে বলিউডে আসা যায় না, একথা বহুবার বহু অভিনেত্রী বলেছেন। অভিনয় দক্ষতা নয়, বরং ফিগার দিয়ে বিচার করা হয় উঠতি অভিনেত্রীদের। সম্প্রতি বডি শেমিংয়ের শিকার হয়েছেন শ্বেতা তিওয়ারির (Shweta Tiwari) মেয়ে পলক তিওয়ারি (Palak Tiwari)। খুব শীঘ্রই তিনিও পা রাখতে চলেছেন বলিউডে।

সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে শ্বেতা বলেন, বহুদিন ধরেই এমন বডি শেমিং এর সম্মুখীন হয়ে আসছেন পলক। এমনকি এখনো পর্যন্ত অনেকে তাঁকে ‘শুকনো’ বলে কটাক্ষ করেন। পলক নাকি এতই রোগা যে দেখে মনে হয় অপুষ্টিতে ভুগছেন। বারংবার এমন কুৎসিত ট্রোলের শিকার হতে হতে ভেঙে পড়েন পলক।

IMG 20220310 181227
শ্বেতা জানান, অনেকবার তাঁর কাছে এসে মেয়ে প্রশ্ন করেছে, সে এত রোগা কেন? কিন্তু শ্বেতা বলেছেন, তাঁর বয়সের হিসাবে এটাই ঠিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পলকের শারীরিক গঠনেরও পরিবর্তন হবে। অভিনেত্রীর কথায়, “পলকের স্বাস্থ‍্য ভাল, দৌড়াতেও পারে। যতক্ষণ পর্যন্ত ও সুস্থ আছে, ভাল আছে, ততক্ষণ ওর ফিগার নিয়ে আমার কোনো মাথাব‍্যথা নেই। ইনস্টাগ্রাম একাই মানুষের মন ভেঙে দেওয়ার জন‍্য যথেষ্ট।”

প্রসঙ্গত, পরিচালক বিশাল রঞ্জন মিশ্রর ‘রোজি: দ‍্য স‍্যাফ্রন চ‍্যাপ্টার’ ছবিতে অভিনয় করছেন পলক। রোজি নামের এক কলসেন্টার কর্মীর হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনা নিয়েই তৈরি হবে ছবির কাহিনি। জানা গিয়েছে, সত‍্য ঘটনা অবলম্বনেই তৈরি হতে চলেছে এই ছবি।

shweta tiwari
কয়েক মাস আগে সইফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে দেখা মেলে পলকের। শোনা গিয়েছিল দুজনে সম্পর্কে রয়েছেন। কিন্তু পাপারাৎজি দেখেই পলক মুখ ঢাকায় লজ্জায় পড়ে যান ইব্রাহিম। তারপর থেকে আর দুজনকে একসঙ্গে দেখা যায়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর