ভোটে হেরে বেকার দশা সিধুর, অর্চনার চাকরি না যায়! মশকরা নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: পঞ্জাবে ধরাশায়ী কংগ্রেস। আমার আদমি পার্টির কাছে হার মেনেছেন সোনু সূদের বোন মালবিকা সূদ থেকে শুরু করে নভজ্যোৎ সিং সিধুও (Navjot Singh Sidhu)। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে অভিনেত্রী অর্চনা পূরণ সিং (Archana Puran Singh)। ভাবছেন তিনি আবার কবে রাজনীতিতে যোগ দিলেন? নাহ, তিনি রাজনীতিতে আসেননি এখনো। বরং সিধু নির্বাচনে হারাতেই চর্চায় উঠে এসেছেন অর্চনা।

কিন্তু দুজনের মধ্যে সংযোগ সূত্রটা কোথায়? আসলে অনেকেই জানেন, রাজনীতিতে পা রাখার আগে ‘দ্য কপিল শর্মা শো’ তে ছিলেন সিধু। তিনি শো ছেড়ে দেওয়ায় তাঁর জায়গা নিয়েছেন অর্চনা। কপিলের শো যখন ‘কমেডি নাইটস উইথ কপিল’ নামে পরিচিত ছিল তখন থেকে শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন নভজ্যোৎ সিং সিধু। এখনো মাঝে মাঝেই কপিল মজা করে বলেন, অর্চনা সিধুর জায়গাটা চুরি করেছেন।

Navjot Singh Sidhu

এখন যখন পঞ্জাব ভোটে সিধুর হার হয়েছে, তখন হয়তো আবার তিনি কপিলের শোতে ফিরতে পারেন। তাহলে অর্চনার কী হবে? এই নিয়ে মশকরায় মেতেছে নেটিজেনরা। দেদারে মিম তো তৈরি হচ্ছেই, উপরন্তু টুইটারে ট্রেন্ডিংয়েও চলে এসেছেন অর্চনা পূরণ সিং।

নেটিজেনদের মতে, নির্বাচনে হারায় সিধু এখন বেকার। তাই অর্চনার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে। অভিনেত্রীর সাবধানে থাকা উচিত। অর্চনা ও সিধুকে মিম, মশকরায় মেতেছে নেটনাগরিকরা। কেউ মজা করে লিখছেন, সিধু পূর্ব অমৃতসরে নিজের আসনে হেরেছেন। আর এদিকে অর্চনা শোতে নিজের আসন বাঁচানোর কথা ভাবছেন!

 

আবার কারোর প্রশ্ন, সত্যি সত্যিই যদি সিধু এসে নিজের জায়গা দাবি করেন তবে কি তাঁকে সেটা ফিরিয়ে দেওয়া হবে? অর্চনার ভক্তরা অবশ্য তাঁকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও বিষয়টা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর