পুতিনকে ধোঁকা দিল চালাক চীন! বিপদের দিনে বন্ধু ভারতের কাছেই হাত পাতল রাশিয়া

বাংলাহান্ট ডেস্ক : ইউক্রেন হামলার পর মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত রাশিয়াকে এবার বড় ধাক্কা চীনের। রাশিয়াকে বিমানের যন্ত্রাংশ সরবরাহ করতে অস্বীকার করেছে জিনপিং সরকার। বৃহস্পতিবার এক শীর্ষস্থানীয় রুশ আধিকারিক জানিয়েছেন, এহেন পরিস্থিতিতে চীনের কাছ থেকে সাহায্য না মেলায় প্রভূত সমস্যার মুখে রাশিয়া। ফলে আপাতত বন্ধু ভারতের কাছ থেকেই সাহায্য চায় তারা।

রুশ ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির কর্মকর্তা ভ্যালেরি কুডিনোভের দাবি, ফেব্রুয়ারির শেষ অবধি প্রায় ৭০ টি বিমান তালিকাভুক্ত ছিল রাশিয়ায়। তিনি বলেন, ‘বিমানের যন্ত্রাংশ এবং মেরামতির সামগ্রী নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। যন্ত্রাংশ দিতে অস্বীকার করেছে চীন। ফলে ভারত এবং তুরষ্কের কাছ থেকেই সাহায্য চাইতে হবে। এই দেশগুলি থেকে যন্ত্রাংশ সরবরাহ সম্ভব কি না তা খতিয়ে দেখা হবে।’

উল্লেখ্য, চীনের সঙ্গে বিবাদের সময় ভারতকে অস্ত্র সরবরাহ করেছিল রাশিয়া। তাই এখন চীনের সঙ্গে রাশিয়ার সমস্যায় যে ভারতও রাশিয়ার পাশে থাকবে এমনটাই আশা প্রকাশ করছে পুতিন সরকার। কিন্তু পুরো বিষয়টি যে ভারতকে ভয়াবহ কূটনীতিক চাপের মধ্যে ফেলবে তা বলাই বাহুল্য।

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে প্রায় সব ক্ষেত্রেই নিষিদ্ধ করেছে আমেরিকা। আমেরিকা এবং ভারত দুই দেশের সঙ্গেই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের। ইউক্রেন ইস্যুতে আমেরিকা ইউক্রেনের পাশে দাঁড়িয়ে ভারতকেও অবস্থান নিতে বললেও শেষ পর্যন্ত নিরপেক্ষই থেকেছে ভারত। ভারতের ভৌগলিক অবস্থানই এর জন্য অনেকাংশে দায়ী বলে দাবি বিশেষজ্ঞদের।

ভারতের উত্তর পুর্ব সীমান্তে চোখ রাঙাচ্ছে চীন। তাই ভারত আমেরিকার হয়ে কথা বললেই ভারতে হামলা করবে তারা। এই ব্যাপারে কম যায় না পাকিস্তানও। তাই যুদ্ধ এড়িয়ে সবটা সামাল দিতেই নিরপেক্ষ অবস্থানে অনড় থেকেছিল ভারত। কিন্তু বর্তমানে রাশিয়ার এই আবেদন আবারও সমস্যার মুখে দাঁড় করিয়েছে ভারতকে। আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়াকে সাহায্য করলে বন্ধুত্ব হানীর পাশাপাশি ভারতের উপরেও নিষেধাজ্ঞা আসতে পারে মার্কিন মুলুক থেকে। যা ভারতকে প্রভূত সমস্যার মুখে দাঁড় করাবে। এই শ্যাম রাখি না কূল রাখি অবস্থায় কোন পক্ষকে বেছে নেবে ভারত তাই এখন দেখার।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর