বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে ভারতীয় সেনার এনকাউন্টারে নিকেশ হয়েছে চার জঙ্গি। পাশাপাশি সেনা ৪-৫টি জায়গায় তল্লাশি চালিয়ে এক জঙ্গিকে জীবিত গ্রেফতার করেছে। পুলওয়ামায় দুই ও গান্দেরবাল এবং হান্দওয়াড়াতে একজন করে জঙ্গিকে এনকাউন্টারে নিকেশ করেছে সেনা।
কাশ্মীরের পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন যে, শুক্রবার রাতে আমরা ৪-৫টি জায়গায় যৌথ অভিযান শুরু করেছি। এখনও পর্যন্ত পুলওয়ামায় একজন পাকিস্তানী সহ জইশ-ই-মোহাম্মদের দুই সন্ত্রাসী এবং গান্ডারবাল ও হান্দওয়ারায় লস্কর-ই-তৈয়বার একজন করে জঙ্গি নিকেশ হয়েছে। পুলওয়ামায় নিকেশ পাকিস্তানি সন্ত্রাসী জৈশ-ই-মোহাম্মদের কমান্ডার কামাল ভাই, সে ২০১৮ সাল থেকে সক্রিয় ছিলেন। হান্দওয়ারা এবং পুলওয়ামায় এনকাউন্টার শেষ হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক জঙ্গিকেও।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় কুলগাম জেলার আদুরা গ্রামে জঙ্গিরা এক সরপঞ্চের বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করে। জঙ্গিরা খুব কাছ থেকে গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। শাব্বিরের স্ত্রীও আদুরার ৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী প্রতিনিধি। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করলেও জঙ্গিদের কোনো খোঁজ মেলেনি। চলতি মাসে এ পর্যন্ত তিনজন পঞ্চায়েত প্রতিনিধিকে হত্যা করেছে জঙ্গিরা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার