লখিমপুরের পুনরাবৃত্তি, জনতার উপরেই গাড়ি চড়ালেন বিজেডি বিধায়ক! খেলেন গণধোলাইও

বাংলাহান্ট ডেস্ক : ভিড়ের মধ্যে দিয়েই চলল গাড়ি। বিধায়কের গাড়ির ধাক্কায় আহত হলেন ৭ পুলিশ কর্মী সহ ২৩ জন সাধারণ মানুষ। আহতদের মধ্যে মহিলারাও রয়েছেন বলে জানা যাচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার বানপুরে। তারপর অবশ্য গণপিটুনি দিয়ে ওই নেতাকেও হাসপাতালে পাঠিয়েছে জনতা।

২০২১ সালের অক্টোবর মাস নাগাদ এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগে সাসপেন্ড করা হয় বিজু জনতা দলের (BJD) এক বিধায়ককে। সেই সাসপেন্ড হওয়া বিধায়ক প্রশান্ত জগদেবই শনিবার ঘটিয়েছেন এহেন মারাত্মক কান্ডটি। জানা যাচ্ছে শনিবার বানপুর বিডিও অফিসের সামনে ভীড় করে ছিলেন বহু মানুষ। আর সেই ভিড়ের উপর দিয়েই সটান গাড়ি চালিয়ে দেন ওই বিধায়ক। রীতিমতো হুলুস্থুল বেঁধে যায় এলাকায়। পড়ি কি মরি করে পালিয়ে যাওয়ার আগেই গাড়ির সঙ্গে ধাক্কা খান বহু মানুষ।

খোদ বিধায়কের এহেন ভয়াবহ কান্ডে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রশান্ত জগদেবকে গাড়ি থেকে টেনে নামায় বিক্ষুব্ধ জনতা। তারপরেই চলে গণ ধোলাই। রীতিমতো রাস্তায় ফেলে আড়ং ধোলাই দেওয়া হয় তাঁকে। অবশেষে ঘটনাস্থলে পুলিশ এসে কোনও ক্রমে উদ্ধার করে তাঁকে। গুরুতর আহত অবস্থায় ওই বিধায়ককে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে স্থানান্তরিত করা হয় ভূবনেশ্বরে। ওই ঘটনায় এখনও অবধি কারও মৃত্যু হয়নি বলেই জানিয়েছেন পুলিশ সুপার আলেখ চন্দ্র।

পুরো ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেডি সাংসদ সস্মিত পাত্র। ওই বিধায়কের কঠোর শাস্তির দাবি তুলে তিনি বলেন, ‘গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। ঘটনাটি সত্যিই অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশ এবং প্রশাসন এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। অভিযুক্তদের শাস্তি দিক।’ বিধায়কের এহেন কাজে যে প্রবল অস্বস্তিতে ওড়িশার শাসক দল, তা বলাই বাহুল্য।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর