বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বংশানুক্রমিক ভাবে ফিল্মি দুনিয়ায় আসে অভিনেতা অভিনেত্রীরা। নেপোটিজমের বিরুদ্ধে যতই গলা ফাটানো হোক না কেন, এই প্রথা চলে আসছে বহুদিন ধরেই। আর এই ধারা মেনেই বলিউডে এসেছেন শ্রীদেবী (Sridevi) ও বনি কাপুর কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। আসতে চলেছেন খুশিও। কিন্তু মা হয়ে মেয়েকে বলিউডে আনতে চাননি শ্রীদেবী।
করন জোহর প্রযোজিত ‘ধড়ক’ ছবির হাত ধরে অভিনয়ে পা রাখেন জাহ্নবী। তবে শ্রীদেবী মেয়ের প্রথম ছবি দেখে যেতে পারেননি। তার কয়েক মাস আগেই প্রয়াত হন অভিনেত্রী। কিন্তু জাহ্নবী তাঁর মতো বলিউডে আসুক সেটা চাননি শ্রীদেবী। বরং মেয়ে বিয়ে করে সংসার করলে বেশি খুশি হতেন তিনি।
২০১৭ সালে একটি সাক্ষাৎকারে শ্রীদেবী বলেছিলেন, জাহ্নবী তাঁকে বলেছিল যে সে অভিনয় করতে চায়। কিন্তু প্রথমে মেয়ের এই সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে পারেননি শ্রীদেবী। তবে এর জন্য বলিউডকে দোষ দেননি তিনি। তাঁর মতে, এই ইন্ডাস্ট্রি খারাপ নয়। তিনি এই ইন্ডাস্ট্রিরই ফসল। তবুও মায়ের মন তো! তাই মেয়েকে বিয়ে করে সুখী হতে দেখলেই বেশি খুশি হতেন শ্রীদেবী।
তাই বলে নিজের মতামতটা মেয়ের ঘাড়ে চাপিয়েও দেননি তিনি। অভিনেত্রী বলেছিলেন, “মেয়ের খুশিটাই আমার কাছে আগে। অভিনেত্রী হিসাবে যদি ও ভাল কাজ করে তাহলে আমি একজন গর্বিত মা হব।” পরবর্তীকালে জাহ্নবীও শ্রীদেবীর এই আপত্তিটা নিয়ে মুখ খুলেছিলেন।
মেয়ের অভিনয় নিয়ে ঠিক কেন আপত্তি করেছিলেন শ্রীদেবী? জাহ্নবী জানান, তাঁর মা ভাবতেন তিনি সহজেই মানুষকে বিশ্বাস করে নেন। বলিউডে কাজ করতে হলে সহ্যশক্তি অনেক বেশি হতে হয়। তাই বড় মেয়েকে নিয়ে চিন্তায় ছিলেন শ্রীদেবী। বরং ছোট মেয়ে খুশির বলিউড ডেবিউ নিয়ে নিশ্চিন্ত ছিলেন তিনি।
তবে জাহ্নবীকে নিয়ে মায়ের চিন্তা যে অমূলক ছিল তা প্রমাণ হয়ে গিয়েছে। অভিনয় দক্ষতা নিয়ে বহুবার প্রশ্নের মুখে পড়েছেন তিনি। দেদারে ট্রোলও করা হয়েছে তাঁকে। তবে ভেঙে পড়েননি জাহ্নবী। এখনো সমান উদ্যমেই কাজ করে চলেছেন তিনি। আগামীতে মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিতে দেখা যাবে তাঁকে।