চলতি বছরে দুটি ব্যাপক পরিষেবা করতে চলেছে লঞ্চ! Airtel-Jio-Vi-র বাজার শেষ করবে BSNL

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশে টেলিকম অপারেটর সংস্থাগুলির মধ্যে অন্যতম হল Jio, Airtel এবং Vodafone-Idea। তবে, নিয়মিত হারে এই সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির কারণে এগুলির থেকে ক্রমশ আগ্রহ হারাচ্ছেন গ্রাহকেরা। পাশাপাশি, যার ফলে ফের বিপুল হারে জনপ্রিয়তা বাড়ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর।

একটা সময়ে এই সংস্থার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও এখন ফের গ্রাহকদের মুখে মুখে উঠে আসছে BSNL-এর নাম। এছাড়াও, গত ডিসেম্বর থেকে উল্লেখযোগ্য হারে গ্রাহক সংখ্যা বেড়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার। তাই, গ্রাহকদের কথা মাথায় রেখে এবং সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে এবার 4G পরিষেবা নিয়ে আসতে চলেছে BSNL! জানা গিয়েছে যে, চলতি বছরের ১৫ আগস্ট এই পরিষেবা চালু করবে সংস্থা।

তবে, চমক এখানেই শেষ নয়! 4G-র পাশাপাশি 5G পরিষেবা শুরু করতেও ক্রমশ এগোচ্ছে সংস্থা। পাশাপাশি, ১৫ আগস্ট Non-Standalone (NSA) মোডে 5G নেটওয়ার্ক চালু করবে BSNL।

এতে এন্ড-টু-এন্ড 5G নেটওয়ার্ক ছাড়াই 5G পরিষেবা দেওয়া হবে। এটির প্রাথমিক পর্যায়ে অপারেটররা 4G পরিকাঠামো থেকেই 5G পরিষেবা প্রদান করবেন। তবে সেক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও থাকছে।

ইতিমধ্যেই ETTelecom এই তথ্য জানিয়েছে। পাশাপাশি, প্রতিবেদনে বলা হয়েছে যে, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিকস (C-DoT) এর একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন যে, তাঁরা প্রুফ অফ কনসেপ্ট (PoC) নিয়ে কাজ করছেন।

Bsnl news

পাশাপাশি, C-DoT-এর চেয়ারম্যান রাজকুমার উপাধ্যায় জানিয়েছেন যে, তাঁরা 5G নিয়ে কাজ শুরু করেছেন। BSNL এটি ২০২২ সালের আগস্টের মধ্যে চালু করবে। মূলত, এটি হবে 4G প্লাস 5G পরিষেবা। এছাড়াও, NSA এই বছরের স্বাধীনতা দিবসের মধ্যে প্রস্তুত হবে বলেও জানা গিয়েছে।

যদিও, তিনি আরও জানিয়েছেন যে, BSNL 5G SA পরিষেবা আগামী বছরের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে প্রকাশ করা যেতে পারে। পাশাপাশি, তাঁরা এই বছরের আগস্টের মধ্যে 5G NSA পরিষেবা এবং আগামী বছরের মধ্যে 5G SA পরিষেবা প্রকাশ করার চেষ্টা করছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর