লোকের পকেট মেরে ৭৫ হাজার টাকা! বইমেলা থেকে গ্রেফতার টলিউড-বলিউডের নামী অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: শেষলগ্নে বইমেলায় (Kolkata International Bookfair) পকেটমার রহস‍্যের সমাধান। বেশ কিছুদিন ধরেই পাঠকদের অভিযোগ, ভিড়ের মধ‍্যে হাপিস হয়ে যাচ্ছে তাদের মানিব‍্যাগ। পরে সেই ব‍্যাগ পাওয়া যাচ্ছে ভূলুণ্ঠিত অবস্থায়। কিন্তু তার মধ‍্যে থেকে টাকা পয়সা গায়েব। বহু অভিযোগ জমা পরার পর শেষমেষ পুলিসের জালে পকেটমার। তাঁর আবার আরেকটি পরিচয়ও যা যথেষ্ট চমকপ্রদ। এই পকেটমার যে সে নয়, একজন বলিউড (Bollywood) অভিনেত্রী!

হ‍্যাঁ, চমকে ওঠার মতো ঘটনাই বটে। জানা যাচ্ছে, ধৃত পকেটমার থুড়ি অভিনেত্রীর নাম রূপা দত্ত (Rupa Dutta)। কিন্তু বলিউড অভিনেত্রীর হঠাৎ পকেটমারির মতো একটা কাজ করার দরকার পড়ল কেন? তাও আবার কলকাতা আন্তর্জাতিক বই মেলায়! প্রথম থেকে খোলসা করেই বলা যাক। শনিবার প্রতিদিনের মতোই মেলা প্রাঙ্গনে টহল দিচ্ছিলেন বিধাননগর উত্তর থানার পুলিস কর্মীরা।

319490 n31
হঠাৎ তাদের চোখে পড়ে এক মহিলা একটি মানিব‍্যাগ ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। সন্দেহ হতে ওই মহিলাকে বাধা দেন পুলিস কর্মীরা। হঠাৎ একটি মানিব‍্যাগ ডাস্টবিনে ফেলে দিচ্ছেন কেন তিনি, প্রশ্ন করা হয় মহিলাকে। কোনো যুতসই উত্ত‍র দিতে না পারায় মহিলার ব‍্যাগ তল্লাশি করে পুলিস কর্মীরা। দেখা যায়, তাঁর ব‍্যাগে একাধিক মানিব‍্যাগ রয়েছে।

উদ্ধার হয়েছে প্রচুর টাকাও। এরপরেই মহিলাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ করা হতেই মুখ খুলতে বাধ‍্য হন ওই মহিলা। নিজের পরিচয় তিনি দেন রূপা দত্ত নামে। পেশায় বলিউডের একজন অভিনেত্রী তিনি। বেশ কয়েকটি হিন্দি সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি টলিউডে কয়েকটি ছবিতেও কাজ করেছেন রূপা।

‘সাথী’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। হিন্দি ইন্ডাস্ক্রিতে ‘জয় মা বৈষ্ণোদেবী’ সিরিয়ালে তাঁর অভিনয় বেশ জনপ্রিয় হয়েছিল। পুলিসের কাছে রূপা স্বীকার করেছেন, এর আগেও নানান জনবহুল অনুষ্ঠান, মেলায় গিয়ে পকেটমারির কাজ করেছেন তিনি। বইমেলায় এতদিনে ৭৫ হাজার টাকা কেপমারি করেছেন রূপা।

সেই টাকার পাশাপাশি একটি ডায়েরিও উদ্ধার হয়েছে তাঁর কাছ থেকে। সেখানে পকেটমারির হিসাব লিখে রাখতেন রূপা। পুলিসের অনুমান, একটি বড় চক্রের একজন সদস‍্য রূপা। আপাতত তিনি পুলিসি হেফাজতে রয়েছেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর