বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে খেলা টেস্ট ম্যাচটি ব্যাঙ্গালোরের মাঠে হচ্ছে। ফলে মাঠে বিরাট কোহলির ফ্যানেরা যে গলা ফাটাবেন তা বলে দিতে হয়না। কারণ অবশ্যই আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে কোহলির দীর্ঘদিনের সম্পর্ক এবং দলের হয়ে এই মাঠে একাধিক ম্যাচ খেলা। কিন্তু ফ্যানেদের মধ্যে ‘ডেভিলিয়ার্স’ চিৎকার শুনে কোহলি করে বসলেন অবাক কান্ড! কি ঘটেছে মাঠে?
শনিবার এম চিন্নাস্বামীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে মাঠের বাইরে চলে গেলে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট মাঠে নামতেই পান বিপুল সমর্থন।
এরপর, শ্রীলঙ্কার ইনিংসের সময় প্রাক্তন আরসিবি তারকা এবি ডেভিলিয়ার্সের নাম উচ্চারণ শুরু করে জনতা। আর এরপরেই কোহলি বেঙ্গালুরু জনতার উদ্দেশ্যে এমন কান্ড করেন যা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে পড়ে। আসলে জনতার “এবিডি! এবিডি!” উচ্চারণ শুনে তিনি দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ব্যাটসম্যানের একটি সিগনেচার শট নকল করেন। প্রথম স্লিপে দাঁড়ানোর মুহূর্তে কোহলি প্রথমে তার কানে হাত দেন ভিড়ের উদ্দেশ্যে এবং পরে করে বসেন প্রিয় বন্ধুকে নকল।
https://twitter.com/ShoaibK45036955/status/1502691164927021057?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1502691164927021057%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Findia-vs-sri-lanka-2022%2Fviral-video-what-virat-kohli-did-after-bengaluru-crowd-chants-ab-de-villiers-name-on-day-1-of-india-vs-sri-lanka-2nd-test-2819984
দিনের শেষে শ্রেয়স আইয়ারের 92 রানের দুর্দান্ত ইনিংস ভারতকে 252 রান তুলতে সাহায্য করার পরে শ্রীলঙ্কা 86 রানে ছয় উইকেট হারায়। ফলে প্রথম টেস্টে জেতার পর ভারত বর্তমানে দ্বিতীয় টেস্টের নিয়ন্ত্রণও নিজেদের নামে করে নিয়েছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা