বাংলাহান্ট ডেস্ক : আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে বলিউড অভিনেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেছে তৃণমূল। এই প্রসঙ্গে এবার বহিরাগত তত্ত্ব টেনে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা নিয়ে তৃণমূলকে একহাত নিয়েছেন বিজেপি নেতা। এদিন তিনি বলেন, ‘শত্রুঘ্ন সিনহা তো অন্য রাজ্যের মানুষ। গোটা বাংলা তথা আসানসোলে তৃণমূল নেতারা এতটাই অযোগ্য যে সেখানে প্রার্থী খুঁজে পাওয়া গেল না। বিহার থেকে প্রার্থী ধার করে আনতে হচ্ছে। গোটা বিধানসভা নির্বাচনে আমরা শুনে এসেছি বহিরাগত তত্ত্বের কথা। এখন দেখতেও পাচ্ছি। ‘ তিনি আরও বলেন, ‘উপনির্বাচনে তৃণমূলের দুই প্রার্থী প্রাক্তন বিজেপি নেতা। কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন দুজনেই। বিজেপির কাছ থেকে নেতা ধার করে চালাচ্ছে তৃণমূল। তাদের নিজস্ব নেতা নেই। বাবুল সুপ্রিয় আর আসানসোলে দাঁড়াতে চাইছেন না বুঝতে পারছি অথবা তৃণমূলই তাঁকে দাঁড় করাতে চাইছে না। এর পিছনে নির্দিষ্ট কিছু কারণ অবশ্যই আছে।’
এই ইস্যুতে খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেতা অমিত মালভ্যও। তিনি বলেন, ‘ জল্পনা ছিল আসানসোল থেকে প্রার্থী করা হবে তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। কিন্তু ভাইপো অভিষেকের ক্ষমতা খর্ব করতেই একেবারে রাজ্যের বাইরে থেকে প্রার্থী নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
It was widely speculated that TMC would field Saayoni Ghosh, president of party’s youth wing, considered close to Abhishek Banerjee, from Asansol. But Mamata Banerjee, just to cut her nephew to size has fielded a complete outsider, not just for Asansol but Bengal, from the seat.
— Amit Malviya (@amitmalviya) March 13, 2022
এর পালটা মুখ খুলেছেন ফিরহাদ হাকিম। শত্রুঘ্ন সিনহাকে তৃণমূলের টিকিট দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন আসানসোল লোকসভা উপনির্বাচনে লড়বেন শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে বালিগঞ্জের বিধানসভা উপনির্বাচনে লড়বেন বাবুল সুপ্রিয়। শত্রুঘ্ন সিনহা অরাজনৈতিক লোক নন। উনি অভিনেতা হলেও ওঁর একটি রাজনৈতিক পরিচয় এবং ইতিহাসও রয়েছে। আমাদের ব্রিগেড সমাবেশেও এসেছিলেন তিনি। তাঁর মতন প্রার্থী পেয়ে আমরা উৎসাহিত। এরকম কোনও মানুষ থাকলে লোকসভায় আমাদের লড়াইটা অনেক সহজ হবে।’
প্রসঙ্গত, গত বছর কালিপুজোয় প্রয়াত হন বালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। অন্যদিকে আসানসোলের সাংসদ পদে ইস্তফা দিয়ে ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করেন বাবুল সুপ্রিয়। ফলে এই দুই কেন্দ্রের শূন্যস্থান পূরণের পালা এবার। এদিন নিজেই ট্যুইট করে প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহা এবং বাবুল সুপ্রিয়র নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।