কেন্দ্রের বিরুদ্ধে ফের রনংদেহি মমতা, এবার এই ইস্যুতে গণ আন্দোলনের হুঁশিয়ারি

বাংলাহান্ট ডেস্ক : এমপ্লয়িজ প্রফিডেন্ট ফান্ডে সুদের হার বেশ কিছুটা কমিয়েছে কেন্দ্র সরকার। চার রাজ্যে জিতে আসার পর মোদী সরকারের এহেন সিদ্ধান্তকে ‘উত্তরপ্রদেশের জয়ের উপহার’ তলে কটাক্ষ করে বিজেপিকে একহাত নিলেন মমতা। কেন্দ্রের এই সিদ্ধান্তকে ‘অমানবিক’ বলেই দাবি করেছেন তিনি। একই সঙ্গে এই পদক্ষেপের প্রতিবাদে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নিজের ট্যুইটারে পোস্ট করেই এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। ট্যুইটারে তিনি লেখেন, ‘উত্তরপ্রদেশে ভোটে জেতার পরই আমজনতাকে উপহার দিয়েছে মোদী সরকার। চার দশকের মধ্যে ইপিএফে সুদের হার সর্বনিম্ন। মহামারীর ধাক্কায় ধুঁকছে দেশের অর্থনীতি। মধ্যবিত্ত কর্মচারীদের পকেটেও টান রয়েছে। এমন পরিস্থিতিতে এই অমানবিক সিদ্ধান্ত নিল কেন্দ্র।’

মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘কেন্দ্রের এই অমানবিক, কৃষি শ্রমিক বিরোধী একমুখী পদক্ষেপ সরকারের আসল চেহারাকে প্রকাশ্যে নিয়ে এসেছে। এটা জলের মতন পরিষ্কার যে কেন্দ্র কৃষক, শ্রমিকের টাকা দিয়ে বড় বড় শিল্পপতিদের সেবা করছে। গণ আন্দোলনের মাধ্যমে কেন্দ্রের উপর চাপ তৈরি করতে হবে যাতে এই কলঙ্কিত সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্র’।

প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন অবধি সরকারী কর্মচারীদের প্রফিডেন্ট ফান্ডে সুদ মিলত ৮.৫%। এবার চলতি অর্থবর্ষে তা কমিয়ে ৮.১% করেছে কেন্দ্র সরকার। এই সুদের হার ১৯৭৮ সালের পর থেকে সবচেয়ে কম। এর আগে ১৯৭৭-১৯৭৮ অর্থবর্ষে এই সুদের হার কমে হয়েছিল ৮%। তারপর থেকে কখনওই এতখানি কমেনি সুদের হার। একধাক্কার সুদের হারে এই পতনে যে বেশ কিছুটা সমস্যার মুখেই পড়বেন মধ্যবিত্ত চাকুরীজীবিরা তা বলাই বাহুল্য।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর