আমাদের ডিফেন্স সিস্টেম অনেক উন্নত, মিসাইল কাণ্ডে ভারতকে হুঁশিয়ারি ইমরান খানের

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র পড়ার বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রী ইমরান খান নামলেন মাঠে। ভারতকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন,”আমরা এর উত্তর দিতে পারতাম, কিন্তু আমরা সংযম করেছি।”

ভারত যদিও ইতিমধ্যে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে কিন্তু তাতে ইমরান খান সন্তুষ্ট নন। ভারতীয় ক্ষেপণাস্ত্রে অবশ্য পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি। রবিবার এ বিষয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানান ইমরান খান। পাকিস্তানের হাজিফাবাদে বক্তৃতাকালে ইমরান খান বলেন, “মিয়া চান্নুর ওপর যে ক্ষেপণাস্ত্র পড়েছিল তার জবাব আমরা দিতে পারতাম কিন্তু আমরা সংযম রেখেছি। আমরা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছি।” এর আগেও অবশ্য ইমরান সরকার যে দুর্ঘটনাজনিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে ভারতের দাবিতে সন্তুষ্ট নয় তা জানায়।

পাকিস্তানের স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন যে প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় এই ব্যাখ্যা কাজ করবে না। তিনি পাকিস্তানের ওপর এই ঘটনায় যৌথ তদন্তের দাবি জানান যাতে সত্যতা সামনে আসে।

পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি 2022 সালের 9 মার্চ ঘটে। জানা যায়, সেই সময়ে একটি কারিগরি ত্রুটির ফলে এই ক্ষেপণাস্ত্রের আচমকা নিক্ষেপ হয় এবং ভারত সরকার এটিকে গুরুত্বের সাথে নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেয়। প্রতিরক্ষা মন্ত্রকও এই ঘটনায় দুঃখ প্রকাশ করে।

পাকিস্তান থেমে না থেকে ভারতের কনস্যুলেট-ইন-চার্জকে ডেকেছে এবং এই কাণ্ডের জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছে বলে জানা যাচ্ছে। ফলে ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলেও পাকিস্তান বিষয়টি সহজে ছাড়বে না বলেই বিশেষজ্ঞদের মত।

ad

Sayan Das

সম্পর্কিত খবর