‘দ্য কাশ্মীরি ফাইলস’ মুভি দেখে অঝোরে কাঁদলেন লালকৃষ্ণ আডবাণী? ভাইরাল হচ্ছে ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মিঠুন চক্রবর্তী অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ফিল্মটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরই বিশাল রেকর্ড করেছে। প্রত্যেকের মুখে মুখে সিনেমার প্রশংসা। সিনেমার চিত্রনাট্য কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে যারা গণহত্যার শিকার হয় এবং তাদের নিজেদের বাড়ি থেকে বিতাড়িত করা হয়। ছবিটি দেখে ইমোশনাল হয়ে পড়ে বহু মানুষ। এদিকে, ভারতীয় জনতা পার্টির সিনিয়র নেতা লালকৃষ্ণ আডবাণীর ভাইরাল একটি ভিডিও দেখে অবাক হয়েছে গোটা দেশ যেখানে দেখা যাচ্ছে, দ্য কাশ্মীর ফাইলস মুভিটি দেখে কাঁদছেন তিনি। কিন্তু ঘটনার পিছনে অন্য রহস্য নেই তো! দেখে নিন আসল সত্য।

কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার উপর বানানো ‘দ্য কাশ্মীরি ফাইলস’ ছবির অনেক দৃশ্য দর্শকের মন ভারাক্রান্ত করে দিয়েছে। তার ফলে প্রথম কয়েকদিনে বিপুল সাফল্য পেয়েছে এই মুভি। কাশ্মীরি পণ্ডিতদের ওপর নির্যাতনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে এসেছে। আর এরপরেই হটাৎ ভাইরাল হয়ে পড়ে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে, ছবিটি দেখানোর সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। ছবিটি দেখতে তিনি সিনেমা হলে পৌঁছেছিলেন বলেও দাবি করা হচ্ছে।

ভিডিওতে লাল কৃষ্ণ আডবাণীর ইমোশনাল রূপ দেখে অনেকে যেমন দুঃখিত আবার অনেকে এর পিছনে চক্রান্ত আছে বলে মনে করে। পরে অবশ্য ঘটনার সত্যতা আসে সামনে। জানা যায়, এই ছবিটি ‘দ্য কাশ্মীর ফাইলস’ নয়, কাশ্মীর নিয়ে নির্মিত ‘শিকারা’। আদবানির পাশে দেখা যায় বিধু বিনোদ চোপড়াকে। তার নির্দেশনার ছবিটি ভারতে 2020 সালের 7 ফেব্রুয়ারি মুক্তি পায়। তবে শিকারা সাফল্য পায়নি কারণ হিসেবে অনেক দর্শক মনে করেন ছবিটি কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কথা তুলে ধরার পরিবর্তে একটি প্রেমের গল্পের উপর গড়ে ওঠে। ফলে, আডবাণীর এই ভিডিও সামনে আসায় দেশ যে তোলপাড় হয়েছে তা বলাবাহুল্য।

 

https://twitter.com/VVCFilms/status/1225778399659978752?s=20&t=GZWRsrgIX8U3cvw5wY6RvQ

ad

Sayan Das

সম্পর্কিত খবর