ভারতের সিরিজ জয়ের পর ভাইরাল রায়নার টুইট! জানুন কারণ কী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সদ্যসমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ২-০ ব্যবধানে জয় পেয়েছে। দ্বিতীয় ম্যাচে ভারতের ২৩৮ রানের বড় জয়ের মাধ্যমে পর পর দুটি সিরিজে শ্রীলঙ্কাকে পর্যদুস্ত করে ভারত। ভারতের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় দলকে অভিনন্দন জানাচ্ছেন অনেক পুরোনো ক্রিকেটারই। ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নারও এই বিষয়ে একটি টুইট বেশ ভাইরাল হয়েছে। এই অভিজ্ঞ তারকা টিম ইন্ডিয়ার একটি ছবি শেয়ার করার সময় একটি খুব সুন্দর ক্যাপশন লিখেছেন।

রায়না লিখেছেন, “আরও একটি দুর্দান্ত জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন। এমন দুর্দান্ত জয় দেখে খুব ভালো লাগলো। এভাবেই পারফর্ম করতে থাকুন।” ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচটি ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে প্রথমে ব্যাট করে, শ্রেয়স আইয়ারের ৯২ রানের ইনিংসে ভর করে ভারত প্রথম ইনিংসে ২৫২ রান তোলে।

india team 2

জবাবে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৪৩ রানের সাহায্যে কোনওক্রমে একশোর গন্ডি পেরিয়ে ১০৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে ফাস্ট বোলার যশপ্রীত বুমরা মাত্র ২৪ রানে ৫ উইকেট নেন। প্রথম ইনিংসে ১৪৩ রানের লিড নেওয়ার পর, ভারত দ্বিতীয় ইনিংসে রিশভ পন্তের ৫০ এবং শ্রেয়স আইয়ারের ৬৭ রানের ইনিংসের দৌলতে ৯ উইকেট খুইয়ে ৩০৩ রান করে ইনিংস ডিক্লেয়ার করে এবং সফরকারী শ্রীলঙ্কা দলকে ৪৪৭ রানের টার্গেট দেয়।

চতুর্থ ইনিংসে কঠিন টার্গেটের জবাবে শ্রীলঙ্কা দল আবারও খুব বাজে ব্যাটিং করে। একমাত্র দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে ছাড়া আর কোনো ব্যাটসম্যানকে সাবলীল দেখায়নি। করুণারত্নে চতুর্থ ইনিংসে ভারতীয় স্পিন আক্রমণকে সামলে ১০৭ রান করেন। কিন্তু তিনি আউট হতেই পুরো দল মাত্র ২০৮ রানে গুটিয়ে যায় এবং ভারত ২৩৮ রানে ম্যাচ জিতে নেয়।

Reetabrata Deb

সম্পর্কিত খবর