শ্রীচৈতন্যর জন্মভূমি নবদ্বীপে কোনও মতেই কসাই খানা নয়, হাইকোর্টে পরিস্কার জানিয়ে দিল রাজ্য

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়ম মেনে কসাইখানা তৈরির পরিকল্পনা করেছিল কেন্দ্র। সেই মতন নবদ্বীপেও একটি কসাইখানা তৈরির কথা ছিল। তবে কলকাতা হাইকোর্ট জানালো যে মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের জন্মস্থানে কোনও মতেই বানানো যাবে না কসাইখানা। স্থানীয় পুরসভার পক্ষ থেকে বরাদ্দ অর্থ ফেরতও পাঠিয়ে দেওয়া হল কেন্দ্র সরকারকে। টাকা ফিরিয়ে দেওয়ার নথিও আদালতে পেশ করেছে রাজ্য সরকার।

রাজ্যের বিভিন জেলায় কসাইখানা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রের তরফে। বিভিন্ন পুর এলাকার পুর আইন মেনে এই কসাইখানা গুলি তৈরির কথা ছিল। যত্রতত্র যাতে কসাইখানা এবং পশুহত্যা না হয় সেই জন্যই এহেন সিদ্ধান্ত নেয় কেন্দ্র। প্রতিটি কসাইখানায় একজন করে পশুচিকিৎসক থাকার কথাও বলা হয়। এই পরিকল্পনা মতন বিভিন্ন পুরসভায় পৌঁছে দেওয়া হয়েছিল বরাদ্দ অর্থ।

এই পরিকল্পনা মতন নবদ্বীপেও একটি কসাইখানা তৈরির কথা ছিল। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ২০১৭ সালে উচ্চ আদালতের দ্বারস্থ হন ভক্তিসাধন তাপার মহারাজ। একটি জনস্বার্থ মামলা দায়ের করে এ বিষয়ে আদালতের হস্তক্ষেপের আবেদন জানান তিনি। এতদিন পর হল সেই মামলার শুনানি।

মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হয় এই মামলার শুনানি। এদিন রাজ্য সরকারের আইনজীবী তপন মুখোপাধ্যায় আদালতকে জানান যে নবদ্বীপ শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তাই কোনও মতেই কসাইখানা তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের বিরোধীতা করেননি কেন্দ্র সরকারের আইনজীবীও। ফলে রাজ্য সরকারের সিদ্ধান্তেই শিলমোহর দিল উচ্চ আদালত। হাইকোর্ট এবং রাজ্যের এহেন সিদ্ধান্তে কার্যতই খুশি নবদ্বীপ বাসী।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর