দিনে দুপুরে ধোঁকা! নতুন OTT অ্যাপ লঞ্চ করছেন না শাহরুখ?

বাংলাহান্ট ডেস্ক: ঘোল খাইয়ে ছেড়ে দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। মঙ্গলবারই ধুমধাম করে ‘এসআরকে প্লাস’ (SRK+) এর লোগো প্রকাশ‍্যে এনেছিলেন। ইঙ্গিতও দিয়েছিলেন, ডিজিটাল দুনিয়ায় বড়সড় কিছু হতে চলেছে। তার উপরে আবার সলমন খান আগ বাড়িয়ে বলে দেন, নতুন OTT অ্যাপ আনছেন কিং খান। কিন্তু বুধবারেই জানা গেল, সবটাই ভাঁওতা!

মঙ্গলবার এসআরকে প্লাসের ঘোষনা করেছিলেন বাদশা। নিজের ছবির সঙ্গে OTT প্ল‍্যাটফর্মের লোগোর ছবিও শেয়ার করেছিলেন তিনি। প্ল‍্যাটফর্মের নাম দিয়েছেন ‘এসআরকে প্লাস’ (SRK+)। ক‍্যাপশনে তিনি হিন্দিতে লিখেছেন, ‘কুছ কুছ হোনে ওয়ালা হ‍্যায়, OTT কী দুনিয়া মে।’

IMG 20220316 172631
কিন্তু এখন জানা যাচ্ছে কোনো OTT অ্যাপই লঞ্চ করছেন না শাহরুখ। বরং পুরোটাই নাকি ডিজনি প্লাস হটস্টারের জন‍্য বিজ্ঞাপনের প্রোমো! হ‍্যাঁ, শাহরুখের শেয়ার করা নতুন ভিডিওতে এমনি ইঙ্গিত মিলেছে। সেখানে কিং খানের সঙ্গে পরিচালক অনুরাগ কাশ‍্যপও রয়েছেন। তাঁর কাছেই নিজের এসআরকে প্লাসের জন‍্য আইডিয়া চান শাহরুখ।

কিন্তু যে আইডিয়াই আসুক না কেন, সবই আগে থেকে ডিজনি প্লাস হটস্টারে রয়েছে। ভিডিওটি শেয়ার করে শাহরুখের মজার ক‍্যাপশন, ‘কিছু হবে বলেছিলাম। কিন্তু এই ডিজনি প্লাস হটস্টার কিছু হতে দিচ্ছেই না!’ বিজ্ঞাপনী ভিডিও দেখে অনেকেরই বক্তব‍্য, সবটাই আসলে প্রচারের জন‍্য প্রোমো ছিল। শেষমেষ বোকা বানিয়ে ছেড়ে দিলেন শাহরুখ!

https://www.instagram.com/p/CbHOCOGommx/?utm_medium=copy_link

ভিডিওটি দেখে মজা করেছেন অজয় দেবগণও। দিন কয়েক আগেই তাঁর ‘রুদ্র’ ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। মজা করে তিনি লিখেছেন, শাহরুখ আগে জানালেন এসআরকে প্লাসেই রুদ্র মুক্তি পেতে পারত।

https://www.instagram.com/tv/CbKBWv7gYAp/?utm_medium=copy_link

তবে নতুন OTT প্ল‍্যাটফর্ম না আসলে দুঃখ পাওয়ার কারণ নেই শাহরুখ ভক্তদের। কারণ আগামী বছরই ‘পাঠান’ রূপে বড়পর্দায় ফিরছেন তিনি। ২৫ জানুয়ারি পর্দায় ফিরবেন তিনি। আর ফিরবেনও কিং খানের মতোই। অন্তত টিজারে তো তেমনি আভাস মিলল। দেশপ্রেম উসকে দিয়ে ঠিক প্রজাতন্ত্র দিবসের আগের দিনটাই নিজের ছবির জন‍্য বুক করে নিয়েছেন শাহরুখ।

Niranjana Nag

সম্পর্কিত খবর