পেগাসাস বিতর্কে এক নতুন মোড়! পূর্বে বহুবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পেগাসাসকে কেন্দ্র করে বিজেপি সরকারকে আক্রমণ করেছেন এবং বর্তমানে তিনি এমন এক কথা বললেন যা এই বিতর্কে আরও ইন্ধন যোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।সূত্রের খবর, মমতা ব্যানার্জি কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। এর আগেও মমতা ব্যানার্জি একাধিকবার পেগাসাস বিতর্ক নিয়ে মুখ খুলেছেন।
পেগাসাস হলো বাইরের একটি সফটওয়্যার কোম্পানি যার মাধ্যমে একজন ব্যক্তি কিংবা সংস্থা অপর ব্যক্তি তার মোবাইলে কি করছে কিংবা কার সাথে কথা বলছে তার ওপর নজর রাখতে পারে। তবে সম্প্রতি ভারতবর্ষে এই পেগাসাস সফটওয়্যার নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়ে বসেছে।বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল নেত্রী একাধিকবার এই বিতর্ক নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেন।
তিনি অভিযোগ করেন একাধিক বিজেপি নেতা এই সফটওয়ারের মাধ্যমে বিরোধী দলের নেতা-নেত্রীদের ওপর এবং একাধিক সরকারি আধিকারিকদের ওপর নজর রেখে চলেছে। যদিও বিজেপি দল এই সকল অভিযোগে গুরুত্ব দিতে নারাজ। এদিন মমতা ব্যানার্জি অবাক করা বক্তব্য করে বসেন। তিনি বলেন কিছু বছর আগে পেগাসাস এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এই সফটওয়্যারটি কেনার জন্য অফার আসে। পুলিশের কাছে প্রায় 25 কোটি টাকা দিয়ে এই সফটওয়্যার কেনার জন্য প্রস্তাব দেয় সেই কোম্পানি।
কিন্তু মমতা ব্যানার্জি জানান যে, তারা এটি কিনতে সরাসরি মানা করে দেয় এবং এরপর সেই বিষয় নিয়ে আর কোনো আলোচনা করেনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, এই সফটওয়্যারটি যদি দেশের মানুষের সুবিধার্থে এবং তাদের জনকল্যাণে ব্যবহার করত কেন্দ্র সরকার তবে এক্ষেত্রে বিতর্কের কোন রেশ মাত্র থাকত না। কিন্তু কেন্দ্র সরকার শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য বিভিন্ন নেতা-নেত্রী এবং সরকারি আধিকারিকদের ওপর প্রভাব বিস্তার করতে এই পেগাসাস নামক টেকনিক ব্যবহার করে।
তৃণমূল নেত্রীর করা দাবি যদি সত্যি হয় তবে এটা বলতেই হচ্ছে যে রাজ্যের কাছেও পেগাসাস তাদের সফটওয়্যারটি কেনার জন্য প্রস্তাব দেয় ফলে মমতা ব্যানার্জির এই বক্তব্য নতুন করে যে বিতর্কের সৃষ্টি করবে তা অনস্বীকার্য।