কপালে লাল হলুদ আবির, ন‍্যাড়া মাথায় রঙ খেলল রাজ-পুত্র ইউভান

বাংলাহান্ট ডেস্ক: দোল বলুন বা হোলি (Holi), রঙের উৎসব সব্বার। অভিনেতা থেকে নেতা, তারকা থেকে আমজনতা। আট থেকে আশি সকলেই মেতেছে রঙ খেলায়। টলিউড ইন্ডাস্ট্রির ছোট্ট সেলিব্রিটি ইউভানও (Yuvaan) যোগ দিয়েছে দোল উৎসবে। তবে বাইরে রোদে গিয়ে হুটোপুটি করে নয়। বাড়িতেই বাবা মায়ের সঙ্গে আবির মেখে উদযাপন করেছে ইউভান।

রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (Subhashree Ganguly) অভিজাত আবাসন আরবানায় প্রতি বছরই ধুমধাম করে দোল পালন হয়। অনেক তারকা যোগ দেন সেখানে। কিন্তু ইউভান তো এখনো অনেকটাই ছোট। তার উপরে করোনাও পুরোপুরি বিদায় নেয়নি। তাই ছেলেকে নিয়ে বাইরের হুল্লোড়ে আর যোগ দেননি রাজ শুভশ্রী।

IMG 20220318 171204
তার বদলে বাড়িতেই পরিবারের সদস‍্যদের সঙ্গে রঙ খেলেছে ইউভান। রঙ খেলা বলতে ছেলের মন রাখতে তার কপালে লাল হলুদ আবিরের ছোঁয়া দিয়েছেন মা শুভশ্রী। তিনি নিজে অবশ‍্য কপালে গালে লাল আবির মেখে রাঙা হয়ে উঠেছেন। সিঁথিতেও জ্বলজ্বল করছে লাল আবির।

স্ত্রী ও ছেলের সঙ্গে ম‍্যাচ করে কপালে আবিরের তিলক কেটেছেন পরিচালক বিধায়ক চক্রবর্তী। তিন জনেই এদিন সেজে উঠেছিলেন সাদা পোশাকে। ফ‍্যামিলি ফটো তোলার পরে ছেলেকে নিয়ে গাড়িতে একটু ঘুরতে বেরিয়েছিলেন রাজ। সোশ‍্যাল মিডিয়ায় সব ছবি শেয়ার করে হোলির শুভেচ্ছা জানিয়েছেন রাজ শুভশ্রী।

https://www.instagram.com/p/CbPNoaRJDjC/?utm_medium=copy_link

কিছুদিন আগেই ছেলেকে ন‍্যাড়া করেছেন রাজ শুভশ্রী। দেড় বছর হতেই এক মাথা কোঁকড়া চুল কেটে ছেলেকে ন‍্যাড়া বানিয়ে দিয়েছেন শুভশ্রী। ছবিটি শেয়ার করে রাজ লিখেছেন, ‘এটা কে? পরিবারের একজন নতুন সদস‍্য। আমাদের ছোট্ট রসগোল্লা ইউভান।’ অন‍্যদিকে শুভশ্রীও একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, চুলের খোঁজে মাথায় হাত বোলাচ্ছে ইউভান।

মজা করে শুভশ্রী লিখেছেন, সব চুল হাওয়া হয়ে গিয়েছে। তবে নেড়ুমুণ্ডি হয়ে ইউভান যে খুব দুঃখে আছে তেমনটা কিন্তু খুব একটা মনে হয় না। কারণ ইতিমধ‍্যেই নিজের লুক বেশ পছন্দ হয়ে গিয়েছে তাঁর। আয়নার সামনে দাঁড়িয়ে জিভ বের করে নিজেই নিজেকে ভেঙাচ্ছে ছোট্ট ইউভান। খুদে তারকার নতুন লুক দেখে আদরে ভরিয়েছেন নেটিজেনরা

Niranjana Nag

সম্পর্কিত খবর