জল্পনার অবসান, দুই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে জল্পনার অবসান। আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কেন্দ্র। আসানসোলে লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে লড়বেন আসানসোল দক্ষিণ বিধানসভারই বিধায়ক তথা দুঁদে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। অন্যদিকে তৃণমূলের বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে লড়তে নামছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ। শুক্রবারই দলের তরফে বিবৃতি জারি করে ঘোষণা করা হয়েছে এই প্রার্থীদের নাম।

আসানসোলের সাংসদ পদ এবং বিজেপি দল এই তুই ছেড়েই সেপ্টেম্বর মাসে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে গতবছর কালিপুজোর দিন প্রয়াত হন বালিগঞ্জের বিধায়ক তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। সেই দুই পদ ভরাতেই এবার উপনির্বাচন। তৃণমূল এবং সিপিএম প্রার্থীদের নাম ঘোষণা করেছিল আগেই।

আসানসোল লোকসভা ছেড়ে এসে এবার বালিগঞ্জ বিধানসভায় তৃণমূলের টিকিটে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অন্যদিকে এই কেন্দ্র বাবুল সুপ্রিয়য় মতন হেভিওয়েট তারকা প্রার্থীর সঙ্গে পাল্লা দিতে সিপিএম নেতা ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা শাহ হালিমের মতন ঝাঁ চকচকে প্রার্থী দিয়েছে বামেরাও। সেই কেন্দ্রেই এবার দলের মুখপাত্র তথা প্রাক্তন সাংবাদিক কেয়া ঘোকে টিকিট দিল দল।

অন্যদিকে বিজেপির পরিচিত মুখ অগ্নিমিত্রা পাল। একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমুলের সায়নী ঘোষের বিরুদ্ধে জিতে বিধায়ক হন তিনি। এবার সেই আসানসোলের লোকসভাতেও তাঁর উপরেই ভরসা রাখল দল। এই কেন্দ্রে ঘাসফুল শিবিরের হয়ে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

প্রসঙ্গত, এই দুই উপনির্বাচনে জিততে যে মরিয়া বিজেপি তা বলাই বাহুল্য। সেই কারণেই তারা উপনির্বাচনের দায়িত্বে থাকা কমিটি আগে ঘোষণা করলেও প্রার্থী তালিকা ঘোষণা করল কার্যতই সবার পরে। উল্লেখ্য,আসানসোলের লোকসভা উপনির্বাচনের সম্পুর্ণ দায়িত্বই রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর কাঁধে ছেড়েছে বিজেপি। তাঁর সঙ্গে সহ পর্যবেক্ষক হিসেবে থাকছেন আর এক দুঁদে বিজেপি নেতা অর্জুন সিং। এই দুই তাবড় নেতা ছাড়াও ওই কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো এবং বিদ্যাসাগর চক্রবর্তী কে।

অন্যদিকে, বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দায়িত্বে রয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। সহ পর্যবেক্ষক হিসেবে রয়েছেন সঞ্জয় সিং। একই সঙ্গে দায়িত্বে থাকবেন সোমনাথ বন্দ্যোপাধ্যায় এবং অশোক দিন্দাও।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর