দুবাইতে মুশারফের সঙ্গে সাক্ষাৎ! সঞ্জয় দত্তকে ‘দেশদ্রোহী’ ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: বহুদিন পর আবারো সংবাদ শিরোনামে সঞ্জয় দত্ত (Sanjay)। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের (Pervez Musharraf) সঙ্গে তাঁর সাক্ষাতের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। দুবাইতে দুজনের দেখা হয়েছে বলে দাবি করা হচ্ছে সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে। ভাইরাল ছবিটি নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে নেটপাড়ায়।

ছবিতে দেখা সঞ্জয়ের পাশেই একটি হুইল চেয়ারে বসে রয়েছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। সঞ্জয়ের পরনে একটি কালো টিশার্ট ও শর্টস। কারোর দিকে হাত তুলে কথা বলছেন তিনি। মুশারফ অভিনেতার দিকে তাকিয়ে তাঁর কথা শুনছেন। এই ছবিটিই ভাইরাল হয়ে পড়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

ssaaanjubaba
শোনা যাচ্ছে দুবাইতে তোলা হয়েছে ছবিটি। তবে দুজনে কীভাবে বা কখন দেখা করলেন তা এখনো স্পষ্ট নয়। কয়েকটি সংবাদ মাধ‍্যমের দাবি, হঠাৎ করেই দেখা হয় সঞ্জয় ও মুশারফের। ব‍্যাপারটা নিয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি অভিনেতা। তাই জল্পনা কল্পনা অব‍্যাহত।

২০১৬ তে পাকিস্তান থেকে দুবাই গিয়েছেন পারভেজ মুশারফ। চিকিৎসা সংক্রান্ত কারণ দেখিয়েই তাঁর দুবাই পাড়ি। উল্লেখ‍্য, পাকিস্তানে একাধিক আইনি ঝামেলায় উঠে এসেছে তাঁর নাম। তবে এখনো নিজের মুলুকে ফেরার নামও করেননি প্রাক্তন প্রেসিডেন্ট।

উল্লেখ‍্য, কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের আর্মি চিফ ছিলেন মুশারফ। এমন একজনের সঙ্গে সঞ্জু বাবার কী প্রয়োজন থাকতে পারে সেই প্রশ্নই তুলছেন নেটনাগরিকরা। অনেকেই ছবিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। একজন দাবি করেছেন, সঞ্জয় দত্তকে অরুণাচল প্রদেশের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে এখনি সরানো হোক।

আরেকজন অভিনেতাকে ‘দেশদ্রোহী’ তকমা দিয়ে কটাক্ষ করেছেন, তাঁর সত‍্যিই লজ্জা শরম নেই। যার জন‍্য কার্গিল যুদ্ধ হল তার সঙ্গেই গিয়ে দেখা করছেন সঞ্জয়! নিজের দেশের সঙ্গে বিদ্রোহ করছেন তিনি। এমনকি কয়েকজন সঞ্জু বাবাকে ‘সন্ত্রাসবাদী’ বলেও তোপ দেগেছেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর