সালোয়ার-কামিজ চাপিয়েই রিংয়ে অভিজ্ঞদেরও মাটি ধরিয়ে দিচ্ছেন ভারতের প্রথম WWE মহিলা কুস্তিগীর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জিন্দার মহল এবং দ্য গ্রেট খালির পরে এখন আমাদের কাছে আরও একজন রয়েছেন যিনি আমাদের দেশ থেকে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (WWE) অংশ হয়েছেন। তিনি প্রথম ভারতীয় মহিলা রয়েছেন যিনি ডব্লিউডব্লিউই-তে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং দেশের জন্য খ্যাতি এনে দিয়েছেন। তার নাম হলো কবিতা দালাল ওরফে কুস্তিগীর কবিতা দেবীর। সম্প্রতি তিনি ডব্লিউডব্লিউই-তে কুস্তি করা প্রথম ভারতীয় মহিলা পেশাদার কুস্তিগীরে পরিণত হয়েছেন।

কবিতার উত্থান হরিয়ানার জিন্দ জেলা থেকে। তিনি অল্প বয়স থেকেই প্রতিভাবান ছিলেন। কবিতার বড়ো ভাই গৌরব তার বোনের প্রতিভাকে বুঝতে পেরেছিলেন এবং পড়াশোনার পাশাপাশি তাকে ভারোত্তোলনেও উৎসাহিত করেছিলেন। ২০০৯ সালে সাধারণ মেয়েদের মতোই বিবাহ হয় কবিতার। ২০১০ সালে মা হওয়ার পর রিংয়ের সাথেও প্রায় দূরত্ব তৈরি করে ফেলেছিলেন কবিতা। এমন পরিস্থিতিতে তার স্বামী তাকে বুঝিয়ে মাঠে ফেরার অনুপ্রেরণা জোগান। কবিতার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয় এবং দীর্ঘ সংগ্রামের পর তিনি সাফল্য পান।

একজন সক্রিয় কুস্তিগীর হিসেবে তিনি প্রতিনিয়ত তার পরিবার ও দেশের নাম উজ্জ্বল করছেন। কবিতা নিজেকে শুধুমাত্র ভারত থেকে আসা প্রথম মহিলা প্রো কুস্তিগীর হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। বরং, তিনি ভারতের একজন আন্তর্জাতিক স্তরের পাওয়ারলিফটিং অ্যাথলিটও হয়েছিলেন। সাউথ এশিয়ান গেমসে ৭৫ কেজি ক্যাটাগরিতে সোনা জিতেছেন তিনি। কবিতা টানা চারবার সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে, এবং জাতীয় গেমসেও জিতেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Kavita Devi (@kavitanxt)

বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদ ‘দ্য গ্রেট’ খালিকে তিনি গুরু হিসেবে বিবেচনা করা কবিতার অন্যতম বৈশিষ্ট্য হল তিনি একটি সালোয়ার-কামিজে পড়েই রিংয়ে প্রবেশ করেন। আসলে, তিনি সমাজকে একটি বার্তা দিতে চান যে ভারতীয় মহিলারা কারও চেয়ে দুর্বল নয়। কবিতাকে তার খেলাধুলার জন্য ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ‘ফার্স্ট লেডি’ পুরস্কারেও ভূষিত করেছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর