বাংলাহান্ট ডেস্ক: হ্যারি পটারের (Harry Potter) গল্প তো অনেকেই পড়েছেন। ছবিও দেখেছেন। কিন্তু বাঙালি হ্যারি পটারের কখনো ভেবেছেন কি? ভাবনাকে এবার বাস্তবে রূপ দান করতে চলেছেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham )। গরমের ছুটিতে বাঙালি হ্যারি পটার হয়ে ম্যাজিক দেখাতে আসছেন তিনি। ছবির নাম ‘কলকাতার হ্যারি’ (Kolkatar Harry)।
এই ছবির ঘোষনা অনেক আগেই সেরে ফেলেছিলেন সোহম। দোলের দিন প্রকাশ্যে আনলেন ছবি মুক্তির তারিখ। ম্যাজিকের গল্প তেমন নতুন না হলেও বাংলা ছবিতে হ্যারি পটারের প্রসঙ্গ আগ্রহ জাগায় বটে। গল্পের কেন্দ্রীয় চরিত্রে হরিনাথ পাত্র। পেশায় তিনি প্রাইমারি স্কুলের একজন পুল কার চালক।
অবশ্য এই পেশা ছাড়াও তাঁর একটি শখ রয়েছে। সেটা হল ম্যাজিক। রাস্তাঘাটে কচিকাঁচাদের ম্যাজিক দেখান হরিনাথ। নিজে তিনি হ্যারি পটারের ভক্ত। পাশাপাশি জমিয়ে গল্পও বলতে পারেন। এই চরিত্রতেই দেখা যাবে সোহমকে। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
এছাড়াও অন্যতম মুখ্য চরিত্রে রয়েছে ছোট্ট তিতলি। মাত্র ১০ বছর বয়স তার। মেয়েকে নিয়ে চিন্তায় চিন্তায় থাকেন তার মা। তিতলির অবশ্য একজন বড় দিদিও আছে। বয়সে তিতলির থেকে ১৪ বছরের বড় মোহর। পেশায় শিক্ষিকা। মুখ্য চরিত্রে রয়েছে এই তিনজন। ছোটদের জন্য তৈরি এই ছবি ঠাসা ম্যাজিক আর মজায়।
https://www.instagram.com/tv/CbPAOOShGzQ/?utm_medium=copy_link
ছবির পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ। এই প্রথমে প্রযোজনায় হাতেখড়ি দিতে চলেছেন সোহম। সোহম ও প্রিয়াঙ্কা ছাড়াও ছবিতে রয়েছে শিশুশিল্পী ঐশিকা গুহঠাকুর। এছাড়াও দেখা যাবে অরিন্দম গঙ্গোপাধ্যায়, লাবণী সরকারের মতো অভিনেতা অভিনেত্রীদের। তবে বড় চমক অতিথি শিল্পী হিসাবে রাজ চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়। আগামী ৬ মে মুক্তি পেতে চলেছে কলকাতার হ্যারি।